ইনস্টাগ্রামের স্টোরিতে ভিকি লিখেছেন, “কী দুর্দান্ত লাগল জোয়া ও টাইগারকে। যশরাজ টিমকে অনেক শুভেচ্ছা।“
Published : 12 Nov 2023, 09:37 PM
মুক্তি পেয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ সিনেমা। স্ত্রী এবং তার সাবেক প্রেমিকের এই সিনেমা ‘দারুণ’ উপভোগ করে পুরো টিমকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউডি অভিনেতা ভিকি কৌশল।
রোববার মুক্তির পরপরই ভিকি ‘টাইগার থ্রি’ দেখে নিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এরপর ইনস্টাগ্রামের স্টোরিতে ভিকি লিখেছেন, “কী দুর্দান্ত লাগল জোয়া ও টাইগারকে। যশরাজ টিমকে অনেক শুভেচ্ছা।“
‘টাইগার ৩’র প্রধান দুই চরিত্রে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং রাঠোর ও পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমায় শাহরুখ খান ও হৃতিক রোশনও আছেন।
এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হয়েছেন ভইজান। ‘টাইগার থ্রি’তে অ্যাকশন দৃশ্য আছে ১২টি।
সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা ও সালমানের সিনেমার প্রশংসা করা ভিকিও নিজেও প্রশংসিত হচ্ছেন তার অনুরাগীদের কাছ থেকে।
কেউ কেউ ছয় মাস আগে আবুধাবিতে এক অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন। যেখানে সালমানকে দেখে ভিকি তার সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে গেলেও, ভাইজানের দেহরক্ষীরা তাকে (ভিকি) ঠেলে সরিয়ে দিয়েছিলেন।
ওই ঘটনার প্রসঙ্গ তুলে ভিকির ভক্তরা বলছেন, “এক উদার মনের ছেলে ভিকি।“
ক্যারিয়ারের চতুর্থ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর দুজনে একে একে অনেক সিনেমা করেন। এই জুটির প্রেমের খবরও অজানা নয়।
সেই প্রেম না টিকলেও দিব্যি একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করে গেছেন তারা। বিয়ের পর ভিকিরও কোনো আপত্তি শোনা যায়নি সালমানের সঙ্গে ক্যাটরিনার জুটি বাঁধা নিয়ে।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার এল তৃতীয় কিস্তি।
পুরনো খবর
পাঠানকে টেক্কা টাইগারের; কীভাবে?
সালমানের ‘টাইগার থ্রি’ চলবে ২৪ ঘণ্টা
জানা গেল ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ
‘আনকাট’ সেন্সর ছাড়পত্র পেল ‘টাইগার ৩’