আলোকচিত্রী ও নাট্যকর্মী মারিয়াম রুপা বলেন, “গণ অভ্যুত্থানের পরে যদি আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে এই বাংলাদেশ আমরা চাই না।”
Published : 02 Mar 2025, 06:54 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বায়ত্তশাসন নিশ্চিতের পাশাপাশি মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিল্পী-নাগরিক সমাজ’ নামের একটি প্লাটফর্ম।
রোববার বিকেলে সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সামনে ‘গণ অভ্যুথানের গণ আকাঙ্ক্ষা, আমলাতন্ত্রের সাথে আপস না’ শিরোনামে এই মানববন্ধন হয়।
রিয়াসাত সালেকিনের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাঈম বলেন, “পুরনো ফ্যাসিবাদী কাঠামোতেই চলছে আমাদের সচিবালয়। শিল্পকলার মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এসেও তারা নির্দেশনা জারি করছে। কোনো চিঠি না দিয়ে টাকা চেয়ে বসছে। এসব চলতে পারে না।”
আলোকচিত্রী ও নাট্যকর্মী মারিয়াম রুপা বলেন, “গণ অভ্যুত্থানের পরে যদি আমলাতন্ত্রের পোষ্য হতে হয়, তাহলে এই বাংলাদেশ আমরা চাই না।”
অধিকারকর্মী মহিউদ্দিন রনি বলেন, “সৈয়দ জামিল আহমেদের সততা দেখেই আমরা প্রতিবাদী হতে শিখেছি। আমলাতন্ত্র যেভাবে জামিল আহমেদের কাজকে বাধাগ্রস্ত করেছে, আমরা তার প্রতিবাদ জানাই। এসব চলার জন্য গণ অভ্যুথান হয়নি।”
গত শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপসহ সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধেও অভিযোগ তুলেন।
জাতীয় নাট্যশালায় মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে পদত্যাগপত্র দেন সৈয়দ জামিল।
শুক্রবার রাতেই শিল্পকলা সংশ্লিষ্ট এবং নাট্যকর্মীদের একটি অংশ জামিল আহমেদকে মহাপরিচালক পদে থাকার অনুরোধ করলে তিনি চারটি শর্ত দেন।
প্রথম শর্ত হিসেবে সৈয়দ জামিল বলেন, মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। এটা সংবাদ সম্মেলন করে বলতে হবে।”
“শিল্পকলাকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে হবে। যদি শিল্পকলা আইনগত সমস্যা করে, তবে পরামর্শ দেবে। কিন্তু হস্তক্ষেপ করবে না।”
এছাড়া শিল্পকলার কাজের জন্য তিনি ২০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন, যার চিঠি দিতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে।
তিন নম্বর শর্ত হিসেবে তিনি বলেছেন, “শিল্পকলায় মন্ত্রণালয় থেকে কোনো ‘ফোকাল পয়েন্ট’ থাকবে না। এটা নিশ্চিত করতে হবে।”
আর চার নম্বর শর্ত হিসেবে ‘আদিবাসী’ বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল।
মানববন্ধন থেকে বক্তারা জামিল আহমেদের এই শর্তগুলো মেনে তাকে ফিরিয়ে আনার আহ্বান জানান।
মানবন্ধনে আরও বক্তব্য দেন ইব্রাহিম এলিন, অনিরুদ্ধ অনু, বাদশাসহ অনেকে।
সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ও বিভিন্ন অভিযোগের বিষয়ে পরে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার ফারুকী তার ফেইসবুক আইডি থেকে দেওয়া পোস্টে বলেছেন, জামিল আহমেদের ‘অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা’ বলে মন্তব্য করেছেন তিনি।
আগের খবর
জামিল আহমেদের পদত্যাগ নিয়ে যা বললেন ফারুকী
প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র, চার শর্ত মানলে ফিরবেন জামিল আহমেদ