মাঝ হাওরে জলবেষ্টিত মঞ্চে এই উৎসব চলবে ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর।
Published : 12 Sep 2024, 05:50 PM
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রথমবারের মত আয়োজন করা হয়েছে লোকসংগীতের উৎসব।
‘মাটির গন্ধে ভাটির গান’ থিম নিয়ে আয়োজিত এক সপ্তাহব্যাপী এই ফোকফেস্টে গান করবে জনপ্রিয় কিছু ব্যান্ডদল।
টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা ‘টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট-২০২৪’ শিরোনামে এ আয়োজন করেছেন। ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর মাঝ হাওরে জলবেষ্টিত মঞ্চে এ উৎসব চলবে।
এই উৎসব কেবল নিবন্ধিত হাউস বোটগুলোতে থাকা পর্যটকদের জন্যে উন্মুক্ত থাকছে।
উৎসবে গান করবেন স্থানীয় লোকসংগীত শিল্পী, নৌ পর্যটন কর্মীদের মাঝে থাকা লোকসংগীত ও যন্ত্রসংগীত শিল্পীরা। এছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, ‘আপনঘর’, সোনার বাংলা সার্কাস ব্যান্ডের প্রবর রিপন, সোহাগ শ্রাবণ ও ‘দোতং পাহাড়’ গানের জন্য খ্যাতি পাওয়া সোহান আলী।
আয়োজকদের মধ্যে রয়েছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ এবং ‘ফ্লোটিং হাউজ অফ টাঙ্গুয়া’। এ আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘মহাজনের নাও’, ‘ডোঙা’, জলপদ্ম, ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া’-সহ বেশ কিছু হাউস বোট।
অনুষ্ঠানের মূল পর্বের আয়োজন হবে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের ভাসমান রিজোর্ট ‘মেঘদূত’-এ।
‘তরী ময়ূরাক্ষী’র মো. আকরাম হোসেন গ্লিটজকে বলেন, দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছরই সেখানে হয়। তবে বড় পরিসরে ফোকফেস্ট হচ্ছে এবারই প্রথম।
“আমাদের এই হাওরকেন্দ্রিক ট্যুরিজম সেক্টরে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এখান থেকেই তাদের জীবন জীবিকা চলে। বন্যা, রাজনৈতিক অস্থিরতায় এই বছরটা আমাদের অনেক খারাপ কেটেছে।
“দেশে কোনো দুর্যোগ হলেই ট্যুরিস্টকেন্দ্রিক এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে ক্রান্তিকালীন এই সময়টা কাটিয়ে তুলতেই বেঁচে থাকার গান হিসেবে আমরা ‘মাটির গন্ধে ভাটির গান’ আয়োজন করেছি। আশা করছি, আমাদের পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা আমরা দিতে পারব।"
হোসেন বলেন, "বাউল সম্রাটদের গানকে যারা কণ্ঠে ধারণ করেন, অন্তরে লালন করেন, এমন লোকসংগীত শিল্পীদের সম্মিলনেই এই আয়োজন। মূলত হাওর পর্যটনের ২ দিন ১ রাতের প্যাকেজগুলোর সাথে মিল রেখেই ১৩, ১৫,১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত তিনটি আলাদা পর্বে আমরা এই আয়োজন করব। এখানে পর্যটকদের প্যাকেজের সঙ্গেই থাকছে এই উৎসব। আমরা আলাদা কোনো চার্জ রাখছি না।"