দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভোগার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় এই পপ তারকা।
Published : 06 Jul 2023, 12:27 PM
আত্মহত্যার চেষ্টা চালিয়ে তিন দিন কোমায় থাকার পর মারা গেলেন জনপ্রিয় পপ সংগীত শিল্পী কোকো লি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৪৮ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয় বলে বিবিসি জানিয়েছে।
লির বড় দুই বোন ক্যারোল ও ন্যান্সি ফেইসবুক পোস্টে জানান, এই পপ তারকা কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন। রোববার বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে উদ্ধার করে হাসাতালে নেওয়া হয়। তিন দিন কোমায় থেকে বুধবার প্রয়াত হন।
১৯৯০ ও ২০০০ এর দশকে এশিয়ার সবথেকে জনপ্রিয় পপ তারকার খ্যাতি পাওয়া লির জন্ম হংকংয়ে। তবে শৈশবেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মান্দারিন ও ইংরেজি ভাষায় গানের অ্যালবাম বের করেন।
ডিজনির হিট সিনেমা ‘মুলান’ এর মান্দারিন ভার্সনে প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লি। জনপ্রিয় সিনেমা ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর একটি গান ২০০১ সালে অস্কারের মঞ্চেও গেয়েছিলেন লি।
১৯৯৪ সালে দুটি মান্দারিন অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে ম্যান্দোপপ জগতে প্রবেশ করেন তিনি। পরের বছরের মধ্যে একটি ইংরেজি ভাষার অ্যালবামের পাশাপাশি তৃতীয় মান্দারিন অ্যালবাম প্রকাশ করেন।
কোকো লির বোনেরা লিখেছেন, গত ২৯ বছর ধরে তিনি তার গান আর নাচের মাধ্যমে কেবল বিনোদনই দেননি, আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন জায়গা তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন। সেইসঙ্গে চীনাদের কল্যাণে তিনি তিনি কাজ করে গেছেন।
জনপ্রিয় সিনেমা ‘মুলান’ এর থিম সং ‘রিফ্লেকশন’ এর মান্দারিন ভার্সন তারই গাওয়া। হলিউড তারকা জুলিয়া রবার্টস ও রিচার্ড গিয়ার অভিনীত ১৯৯৯ সালের হলিউডি সিনেমা ‘রানওয়ে ব্রাইড’ এর ‘বিফোর আই ফল ইন লাভ’ গানটিও তিনি গেয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় ১৯৯৯ সালে ‘মাইকেল জ্যাকসন অ্যান্ড ফ্রেন্ডস’ কনসার্টে সংগীত পরিবেশন করেন লি। টিভি ট্যালেন্ট শো ‘চায়নিজ আইডল’ এর বিচারক হিসেবেও কাজ করেছেন।
গত নববর্ষের ইনস্টাগ্রামে এক পোস্টে কোকো লি বলেছিলেন, ‘জীবনের পথ বদলে দেওয়া কঠিন বাধার’ মুখোমুখি হয়েছিলেন তিনি। সেইসঙ্গে ২০২২ সালকে ‘অবিশ্বাস্য রকমের কঠিন’ বছর হিসেবে বর্ণনা করেছিলেন।
কোকো লির সর্বশেষ একক অ্যালবাম এ বছরের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পায়। মার্চে ফেইসবুকে তিনি লিখেছিলেন, গতবছর নাচের অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সমস্যা বেড়ে যাওয়ায় শ্রোণী ও উরুর অস্ত্রপচার করতে হয়েছিল।
২০১১ সালে তিনি হংকং ভিত্তিক সাপ্লাই চেইন জায়ান্ট ‘লি অ্যান্ড ফাং’ এর প্রাক্তন প্রধান নির্বাহী ব্রুস রকোভিজকে বিয়ে করেন। রকোভিজের প্রথম স্ত্রীর পক্ষের দুই মেয়ে রয়েছে লির সংসারে। প্রায় তিন বছর আগে তাদের বিচ্ছেদ গুজব ছড়িয়ে পড়ে, যদিও লি সেটি স্বীকার করেননি।