ভারতে কোল্ডপ্লের তৃতীয় কনসার্টের টিকেট শেষ হয়ে যাওয়ায় হতাশ ভক্তদের জন্য ব্যান্ডটি আরেকটি শোর ঘোষণা দিয়েছে৷
Published : 20 Nov 2024, 09:45 AM
ভারতের আহমেদাবাদে তৃতীয় কনসার্টের টিকেট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাওয়ায়, হতাশ ভক্তদের জন্য আরেকটি শোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আগামী বছরের জানুয়ারিতে ভারত মাতাতে আসছে কোল্ডপ্লে। আগামী ২৫ জানুয়ারির আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের কনসার্টের টিকেট বিক্রি শুরু হয় শনিবার দুপুর ১২টায়। কয়েক লাখ ভক্ত একযোগে টিকেট কিনতে সাইটে ঢুকে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যে সমস্ত আসন পূর্ণ হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টায় বুকিং প্ল্যাটফর্মে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, “২৫ জানুয়ারির শোর মাত্র কয়েকটি টিকেট বাকি। আপনাদের কথা চিন্তা করে কোল্ডপ্লে ২৬ জানুয়ারি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরও একটি শো করার ঘোষণা দিয়েছে। সেটার টিকিট বিক্রি হবে দুপুর ১টায়।”
দ্বিতীয় শোর টিকেট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের কয়েক লাখ ভক্ত টিকিট কেনার জন্য ঝাঁপিয়ে পড়েন। এবারও সব টিকেট শেষ হয়ে যায় মাত্র কয়েক মিনিটে।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ হয়েছেন টিকেট না পাওয়া ‘কোল্ডপ্লে’প্রেমীরা। সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, "এটা সত্যিই ক্লান্তিকর।"
আরেকজন লিখেছেন, "দু’টি নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে দিলেও আমাদের ঠাঁই হবে না।"
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩২ হাজার। তবুও কনসার্টের টিকেট নিয়ে হাহাকার।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের ১৮, ১৯ ও ২১ জানুয়ারির কনসার্টের অগ্রিম টিকেট বুকমাইশো সাইটে বিক্রি শুরু হলে সেটাও দ্রুত শেষ হয়ে যায়। সেসময়
কনসার্টের টিকেট বিক্রিতে কালোবাজারির অভিযোগও তুলেছেন অনেকে। ২৫ থেকে ৩৫ হাজার রুপির টিকেট বিক্রি হয়েছে ৯ লাখ রুপিতে। এই অভিযোগ ওঠার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত শুরু করে।
কোল্ডপ্লে তাদের 'মিউজিক অব দ্য স্ফিয়ার্স' ট্যুরের শো করতে দীর্ঘ ৮ বছর পর জানুয়ারিতে মুম্বাইয়ে আসছে। প্রথমে তিনটি শো করার কথা থাকলেও তা বেড়ে হয়েছে পাঁচটি।
আরও পড়ুন: