পাঠচক্রের বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ।
Published : 31 Jan 2025, 12:29 AM
সাংস্কৃতিক জাগরণের পুরোধা ওয়াহিদুল হক স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বসল শ্রোতার আসর।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আসিফ টিউটরিয়াল মিলনায়নতনে এ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ ব্রাহ্মণবাড়িয়া শাখার এই আয়োজনে ওয়াহিদুল হকের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন সংগঠনের সহ-সভাপতি ও কেন্দ্রীয় পরিষদ্ সদস্য অরুণাভ পোদ্দার।
তিনি বলেন, “বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রচর্চা ও ওয়াহিদুল হকের অসাম্প্রদায়িক চেতনা 'এই দুর্গমগিরি কান্তার মরু' পার হতে আমাদের আলোকবর্তিকা হতে পারে।”
সন্ধ্যা ৬টায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পাঠচক্রের বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ প্রবন্ধ। পরে শ্রোতার আসর পর্বে সংগীত পরিবেশন করেন প্রিয়ম আচার্য, চন্দনা চৌধুরী ও দুর্জয় বনিক।
তালবাদ্যে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরুণাভ পোদ্দার। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন অসিফ ইকবাল খান ও জামিনুর রহমান।
আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল, অবসরপ্রাপ্ত সচিব, কবি সানাউল হক, মাসুদুর রহমান।