বলিউডে গত নয় বছরে আইটেম সং, স্টেজ শো বা সিনেমায় নৃত্যশিল্পী নোরা ফাতেহীর দেখা মিললেও ক্যারিয়ারে ছিল না ‘একক গান’। এবার সেটিও হল। নোরার প্রথম একক গানের মিউজিক ভিডিও এসেছে ইউটিউবে। শনিবার বিকেলে ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি প্রকাশের পর ইউটিউবে সাত লাখের বেশি মানুষ গানটি দেখেছেন। এই মিউজিক ভিডিওটি নোরার ক্যারিয়ারে আনছে বিশেষ মাত্রা, কারণ এর প্রযোজনাও করেছেন তিনি। নোরার ভাষ্যে, “ল্যাটিন পপ ধারার গানটি নারীচেতনার প্রতীক।” এক ঝাঁক নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে নোরা ফাতেহীর এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মরক্কোর পরিচালক আবদেরাফিয়া, কোরিওগ্রাফি করেছেন রজিত দেব।