“সাড়ে আটটা পর্যন্ত ক্যাটরিনা শান্ত ছিল। কিন্তু তার পরেই বলতে থাকে, খিদে পেয়েছে।”
Published : 22 Oct 2024, 04:59 PM
বলিউডি নায়িকা ক্যাটরিনা কাইফ যে কোনো প্রশ্নের উত্তর জানতে হাতে মোবাইল নিয়ে গুগলে ঢুকে প্রশ্ন লেখা শুরু করেন। মনমত উত্তর মিলুক বা মিলুক, ক্যাটরিনার শেষ ভরসাস্থল হল গুগল।
বলিউড লাইফ ডটকম লিখেছে, নায়িকার স্বামী ভিকি কৌশল এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
ভিকি বলেছেন, বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় এক ব্রত পালনের সময় উপবাস করেছিলেন ক্যাটরিনা। ওই ব্রতর নিয়ম ছিল, সন্ধ্যা মিললে আকাশে চাঁদ ওঠার পর উপবাস ভঙ্গ করতে হবে।
ওই দিন কখন উঠবে চাঁদ, সেই সময় গুনছিলেন ক্যাটরিনা। গুগলের সার্চ ইঞ্জিন জবাব দিয়েছিল রাত সাড়ে ৮টার সময় নাকি চাঁদ দেখা যাবে। কিন্তু সাড়ে ৮টা বেজে গেলেও সেদিন চাঁদের হদিস মেলেনি।
এক পর্যায়ে চাঁদের দেখা পাওয়ার আশায় ‘অস্থির’ হয়ে ওঠা ক্যাটরিনাকে ভিকি বলেন, “এমন নয় যে আমি ডাকলেই চাঁদ দেখা দেবে। চাঁদ যখন আসার, তখনই আসবে। সাড়ে ৮টা পর্যন্ত ক্যাটরিনা শান্ত ছিলেন। কিন্তু তার পরেই বলতে থাকেন, খিদে পেয়েছে।”
তবে ওই উপবাস ক্যাটরিনা একা করেননি। ভিকির ভাষ্য, স্ত্রীর মঙ্গল কামনায় তিনিও সকাল থেকে না খেয়ে ছিলেন এবং সেজন্য কেউ তাকে অনুরোধ করেননি, নিজে থেকেই উপবাসে ছিলেন।
স্বামীর কাণ্ড দেখে ক্যাটরিনাও মুগ্ধ হয়েছিলেন বলে জানাচ্ছেন ভিকি।