থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যেতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।
Published : 30 Nov 2024, 10:40 PM
অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়ার পর ফেরত পাঠানো হয়েছে।
তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার জন্য শুক্রবার রাতে বিমানবন্দরে এসেছিলেন। সেখানে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তার সঙ্গে আর কে ছিলেন সেই তথ্য জানা যায়নি।
ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে যেতে দেওয়া হয়নি, তবে কেন আটকে দেওয়া হয়েছিল বিষয়টি আমি নিশ্চিত নই।”
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকার কল করা হলেও ধরেননি সুবর্ণা মুস্তাফা।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর এ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।