ঈদের রাতের ওই পার্টির আগে কিছুদিন ধরে কোনো পার্টি, শুটিং এমনকি জিমেও দেখা যায়নি ক্যাটরিনাকে। তাতে এই গুঞ্জন ডালপালা ছাড়াচ্ছে।
Published : 23 Apr 2023, 05:05 PM
ফের ‘মা’ হওয়ার গুঞ্জন তৈরি হয়েছে বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফকে ঘিরে।
সালমান খানের ‘ঈদ পার্টিতে’ হাজির হওয়া ক্যাটরিনার ছবি সোশাল মিডিয়ায় আসার পর নেট ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পার্টিতে লম্বা এবং কিছুটা ঢোলা সালোয়ার কামিজ পরেছিলেন ক্যাটরিনা।
এই ছবিতে একজন লিখেছেন, “সে কি গর্ভবতী?”
‘কিছুটা স্ফীত মনে হচ্ছে, তবে কি…!” মন্তব্য করেছেন আরেকজন।
ঈদের রাতের ওই পার্টির আগে কিছুদিন ধরে কোনো পার্টি, শুটিং এমনকি জিমেও দেখা যায়নি ক্যাটরিনাকে। তাতে এই গুঞ্জন কিছুটা ডালপালা ছাড়াচ্ছে।
রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। এরপর গত বছরের মে মাসেও ক্যাটররিনার মা হওয়ার গুজব চাউর হয়েছিল।
সে সময় বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা ছবি প্রকাশ হলে সেই গুজব ডালপালা মেলে আরও। তবে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ভিকি।
২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, সন্তান হলে তাদের কীভাবে মানুষ করবেন। বাবা আর মা- দুজনের ভালোবাসাই নিজে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাক্ষাৎকারটিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয় গত বছর।
আগামীতে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘টাইগার থ্রি’ সিনেমায় পর্দায় আসছেন ক্যাটরিনা, সেখানে নায়ক সালমান খান। এছাড়া ক্যাটরিনার ‘জি লে জারা’ সিনেমাটিও পাইপলাইনে আছে। নির্মাতা ফারহান আখতারের পরিচালনায় ওই সিনেমায় আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করবেন।