“মনিরত্নম খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, তিনি কোনো এজেন্ডা নিয়ে কাজ করেন না," বলেন তিনি।
Published : 12 Dec 2023, 01:45 PM
ভারতকে অস্কার এনে দেওয়া ‘আরআরআর' সিনেমাটি দেখার চেষ্টা করেও পারেননি বলে মন্তব্য করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জনপ্রিয় ‘পুষ্পা' সিনেমা নিয়েও তার অভিজ্ঞতা একই রকম।
এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস', ‘গদর ২', ‘কেরালা স্টোরি'র মত আলোড়ন তোলা সিনেমাগুলোকে ‘বিরক্তিকর’ বলে বিতর্ক তৈরি করেছিলেন থিয়েটার, টেলিভশন ও চলচ্চিত্রের এই অভিনেতা। এবার তিনি কথা বললেন দক্ষিণের সিনেমা নিয়ে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, “কেবল প্রেম এবং প্রেমপ্রেম ভাব ছাড়া ‘আরআরআর' এবং ‘পুষ্পা' সিনেমা দুটিতে কিছুই সেই। আমি জানি না, অর্থ খরচ করে এই সিনেমাগুলো কেন বানানো হয়। সত্যি আমি বসেছিলাম সিনেমা দুটি দেখতে। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারিনি, উঠে পড়তে হয়েছে। এই সিনেমাগুলো আমাকে ধরে রাখতে পারেনি।"
তবে নির্মাতা মনিরত্নমের ইতিহাস নির্ভর সিনেমা ‘পেনিয়ান সেলভান' এর প্রশংসা এসেছে বর্ষীয়ান এই অভিনেতার কাছ থেকে । নাসিরুদ্দিনের মতে, “মনিরত্নম খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, তিনি কোনো এজেন্ডা নিয়ে কাজ করেন না।"
‘আরআরআর' এবং ‘পুষ্পা' তাহলে এত জনপ্রিয় কীভাবে হল– এ প্রশ্নে নাসিরুদ্দিন বলেছেন, তার বিশ্বাস, এই প্রজন্মের সচেতন দর্শকদের কাছে এ ধরনের সিনেমাগুলো কোনো অর্থবহন করে না।
“যারা এসব নিয়ে মাতামাতি করছে, তাদের রুচি নিয়েও ভাবতে হবে," বলেন তিনি।
ভারতকে অস্কার এনে দিয়েছে নির্মাতা এস এস রাজামৌলীর সিনেমা ‘আরআরআর’ এর গান ‘নাটু নাটু’। অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। অস্কার জয়ের আগে থেকেই এ গানের জন্য সিনেমার 'জয়জয়কার' পড়ে যায়।
তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তোলে ২০২১ সালে। আগামীতে আসছে অভিনেতা আল্লু অর্জুনের এই সিনেমার সিক্যুয়েল।
কেবল চলচ্চিত্র বা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয় নয়, সরকারের বিভিন্ন কাজ এবং রাজনীতি-সমাজ নিয়েও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ।
কিছুদিন আগে বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন, সরকারি দলের লোকজন এবং নেতারা কৌশল ভারতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে মানুষের ভেতর। আর, এটা এখন ‘ফ্যাশান’ হয়ে গেছে।
এর আগে হিন্দুত্ববাদীদের কটাক্ষ করে এই অভিনেতা বলেন, “মোগলদের সবকিছুই যদি এত খারাপ, তাহলে তাজমহল, লাল কেল্লা বা কুতুব মিনার সাজিয়ে রাখা হয়েছে কেন? তাদের শাসনমল যদি এতই খারাপ হয়, তো তাদের স্থাপত্য রেখেছ কেন? ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক।"
সংবাদসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)