প্রত্যাবর্তনের সেই যাত্রায় দক্ষিণের কাজেই ফিরতে চলেছেন শিল্পা।
Published : 05 Jun 2024, 05:32 PM
দক্ষিণী ময়দান থেকে এসে বলিউডে থিতু হয়েছিলেন শিল্পা শেঠি, নাম কুড়িয়েছিলেন তার সময়ের অভিনয়শিল্পীদের মধ্যেও। ইদানিং তিনি পর্দায় নেই বললেই চলে। তবে এবার শিল্পা সিনেমায় ফিরছেন।
প্রত্যাবর্তনের সেই যাত্রায় দক্ষিণের কাজেই ফিরতে চলেছেন শিল্পা। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘কে ডি: দ্য ডেভিল’ নামের একটি সিনেমায় শিগগিরই পর্দায় দেখা যাবে তাকে।
গত কয়েক বছর ধরে শিল্পার সোশাল মিডিয়ার পাতা উপচে পড়ছে স্বাস্থ্যচর্চার বিভিন্ন ভিডিওতে। মূলত টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হিসেবে তাকে দেখা যায়। তাই শিল্পার সিনেমায় ফেরার খবরে উচ্ছ্বসিত অনেকে।
‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। শিল্পার চরিত্রের নাম সত্যবতী। আরো অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, ধ্রুব সারজা। সিনেমা নির্মাণ করছেন কিরণ কুমার প্রেম।
শুটিং লোকেশন থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পা।
ভিডিওতে শাড়ি-সিঁদুর আর লম্বা চুল, মঙ্গলসূত্র পরা শিল্পাকে দেখা যায়। টিমের সবার সঙ্গে শেষ দিনের আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন তিনি।
বছর কয়েক আগে পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে কারাগারে যেতে জয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। সিনেমায় শিল্পার অনিয়মিত হওয়ার এটাও একটি কারণ।