এবারে যাচাইবাছাই করে সিনেমা মুক্তি দেওয়া হবে।
Published : 27 May 2024, 08:45 PM
প্রতিবছর দেশে দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার যে জোয়ার ওঠে, তার নেতিবাচক প্রভাব বোঝা গেছে গেল রোজার ঈদে। কারণ মুক্তি পাওয়া ১১টি সিনেমাই হয়েছে ফ্লপ বা সুপারফ্লপ। এমনকি দর্শক টানতে ব্যর্থ হয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমাও।
তাই এবার কোরবানির ঈদে গণহারে সিনেমা মুক্তি ঠেকাতে নড়েচড়ে বসেছে প্রদর্শক সমিতি কর্তৃপক্ষ।
সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস গ্লিটজকে বলেছেন, এবার যাচাইবাছাই করে সিনেমা মুক্তি দেওয়া হবে। সেই বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করতে সারাদেশের হলমালিক, প্রযোজক এবং পরিবেশকদের নিয়ে আগামী মাসের ৮ তারিখে বৈঠকে বসবেন প্রদর্শক সমিতির হর্তাকর্তারা।
কোরবানির ঈদে শাকিব খানের ‘তুফান’সহ সাতটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে।
প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, “কিন্তু আমরা এত সিনেমা মুক্তি দিতে দিব না। ব্যবস্থা নিব। বিগ বাজেটের, ব্যবসাসফল হতে পারে, এমন সিনেমা মুক্তি দেওয়া হবে।”
তাহালে বাকি সিনেমাগুলোর ভবিষ্যৎ কি জানতে চাইলে তিনি বলেন, “বাকি সিনেমাগুলো ঈদের পরবর্তী এক-দুই সপ্তাহ পর থেকে মুক্তি দেওয়া হবে। প্রতি সপ্তাহে দুটি করে সিনেমা মুক্তির প্রক্রিয়া নেওয়া হবে।
“সবাই ঈদে আসবে এসে একটা হইচই তৈরি করবে, তা হবে না। তাই আমরা গণহারে সিনেমা মুক্তি বন্ধ করার জন্য সারাদেশের হলমালিকদের নিয়ে একটা মিটিং ডেকেছি। যেখানে প্রযোজক, পরিবেশকরা থাকবে। সবার সঙ্গে আলোচনা করে আমরা ঈদের জন্য সিনেমা নির্ধারণ করে দিব।”
কোন প্রক্রিয়ায় সিনেমা নির্ধারণ করা হবে প্রশ্নে সুদীপ্ত কুমার দাস বলেন, “আমরাতো ৪০ বছর এই ইন্ড্রাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি। আমাদের অভিজ্ঞতা হল এখন ব্যবসাসফল সিনেমা কম আসে। নব্বইয়ের দশকে অনেক সিনেমাই ব্যবসাসফল হত৷ তখনও অনেক বড়বড় সিনেমা আসত। সেগুলোও কিন্তু বাছাই করেই মুক্তি দেওয়া হত।
“একটা বড় সিনেমার সঙ্গে দুইটা ছোট সিনেমা মুক্তি দেওয়া হবে, তা হবে না। চারটা সমান সমান সিনেমা মুক্তি দেওয়া হবে। হলমালিকরা কোন সিনেমা চালাতে চায়, সেটার ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেকটা হল মালিক যেন দুটো পয়সা পায়, পরিবেশক যেন পায়, প্রযোজকও যেন খুশি হতে পারে সেটার ব্যবস্থা করব।”
সিনেমা মুক্তির প্রক্রিয়ায় ‘শৃঙ্খলা' আনার প্রস্তাব গত ঈদেও তিনি দিয়েছিলেন জানিয়ে সুদীপ্ত বলেন, “গত ঈদের আগেও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে প্রস্তাব দিয়েছিলাম ১২টা সিনেমা থেকে যেন ৩-৪টা কোরবানির ঈদের জন্য রাখা হয়। এতে কয়েকজন সম্মতি দিলেও কেউ কেউ বিরোধিতা করেন৷ যার কারণে আমরা মুক্তিতে সীমাবদ্ধতা দিতে পারিনি৷”
এই উপদেষ্টার ভাষ্য, এবার মালিকদের এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে।
“আমাদের সিদ্ধান্ত যদি কেউ না মানে তাহলে তারা তাদের সিনেমা যেখানে খুশি চালাক, সেটার দায়িত্ব আমরা নিব না। আমরা চেষ্টা করব প্রযোজকদের রাজি করিয়ে বিষয়টা একসঙ্গে মিলে সমাধান করার।”
‘লটারির মাধ্যম সিনেমা মুক্তি’ দেওয়া হতে পারে, এমন খবরের সত্যতা জানতে চাইলে তিনি বলেন, “লটারি করে মুক্তির প্রক্রিয়া নিয়ে একজন প্রস্তাব দিয়েছিলেন। তবে এই যুক্তিতে আসলে সিনেমা মুক্তি দেওয়া যায় না। লটারিতে ৪টা এমন সিনেমা উঠল যেটার শো দুইটার বেশি চলল না, তখন কী হবে? তাই এমনটা হতে দেওয়া যায় না।”
কোরবানির ঈদে যেসব সিনেমা মুক্তির গুঞ্জন শোনা গেছে তার মধ্যে রয়েছে- ‘তুফান’, ‘জংলি’, ‘নীলচক্র’, ‘মাসুদ রানা’, ‘ময়ূরাক্ষী’, ‘পুলসিরাত’ ও ‘ডার্কওয়ার্ল্ড’।
ঈদের ১১টি সিনেমাই 'সুইসাইড করেছে'
ঈদে সিনেমা মুক্তির হিড়িক, পরিবেশকদের চোখে ব্যবসায়িক ঝুঁকি
ঈদের সিনেমা না রাখায় নির্মাতাদের ক্ষোভ, যা বলল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ
দর্শকখরায় প্রেক্ষাগৃহ থেকে নেমে গেল ঈদের চার সিনেমা