“সিনেপ্লেক্স থেকে তিনটি সিনেমা নামিয়ে ফেলেছি। সিনেমাগুলো দর্শক তেমন পছন্দ করেনি। দর্শক খরা ছিল। ১০-১৫টা টিকেট বিক্রি করে একটা শো চালিয়ে তো লাভ নেই।”
Published : 18 Apr 2024, 09:09 AM
ঈদের সময় সর্বোচ্চ সংখ্যক সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। ১৫৩টি প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পায় ১১টি সিনেমা।
দেশে প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে একসঙ্গে এত বেশি সিনেমা মুক্তির বিষয়টি প্রথম থেকেই ব্যবসায়িক ঝুঁকি হয়ে যাচ্ছে বলে মনে করছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। মাত্র পাঁচদিনের মাথায় তার প্রমাণও মিলল।
দর্শক চাহিদা না থাকার কারণে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে চারটি সিনেমা। সিনেমাগুলো হল কাজী হায়াৎ পরিচালিত ‘গ্রিনকার্ড’, ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ ও ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’।
গ্লিটজকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “সিনেপ্লেক্স থেকে তিনটি সিনেমা নামিয়ে ফেলেছি। সিনেমাগুলো দর্শক তেমন পছন্দ করেনি। দর্শক খরা ছিল। ১০-১৫টা টিকেট বিক্রি করে একটা শো চালিয়ে তো লাভ নেই। যেগুলো চলছে না সেগুলো নামিয়ে দর্শক চাহিদা আছে যেসব সিনেমার, সেগুলোর শো বাড়িয়েছি। কারণ আমরা চাই না হল ফাঁকা যাক।”
একই সুর লায়ন সিনেমা হলের কর্ণধার মির্জা আব্দুল খালেকের।
তিনি গ্লিটজকে বলেন, “আমার এখানে কোনো সিনেমারই দর্শক ভালো নেই। হলে ১০টা সিনেমা চালাচ্ছিলাম। ৪টা সিনেমার একদমই দর্শক নেই। না পেরে শো নামিয়ে দিলাম। একদমই আশানুরূপ দর্শক পাইনি।”
চার দিনেই হল থেকে সিনেমা নামিয়ে দেওয়ার বিষয়টি কিভাবে দেখছেন তা নিয়ে কথা হল পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।
‘ওমর’ ও ‘আহারে জীবন’ সিনেমা দুটি পরিবেশনার দায়িত্বে রয়েছে কিবরিয়া ফিল্মস। ‘আহারে জীবন’ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।
শো নামিয়ে দেওয়ার প্রসঙ্গে কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু বলেন, “‘আহারে জীবন’ সিনেমার শো বন্ধ করে দেওয়ার খবর পেয়েছি। সিনেপ্লেক্স থেকে জানানো হলো অন্যান্য সিনেমার শোয়ের চাপ বেশি, এটাতে বিক্রি নেই তাই নামিয়ে দেয়া হয়েছে।
“ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আমাদের সিনেমার শোয়ের সময় ভালো ছিল না। সময়গুলো এমন অস্বাভাবিক ছিল যে, দর্শক ওই সময়ে সিনেমা দেখতে আসে না। এটা যেহেতু একটু দুর্বল সিনেমা, এটার শোগুলো ভালো সময়ে দিতে পারত। ভালো দর্শক চাহিদা আছে সেসব সিনেমা অন্য সময়ে দিলেও চলত। এখন আমরা তো জোর করে সিনেমা চালাতে পারি না।”
তিনি আরও বলেন, “আমি এখন দেশের বাইরে। এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি দুই একটা শো রাখা যায় কিনা। কিন্তু পারিনি। দেখি বাংলাদেশে ফিরে অন্য সিনেমার বিক্রি একটু কমলে দুই একটা শো যেন ঢোকানো যায় সেই ব্যবস্থা করব।”
‘আহারে জীবন’ এর নির্মাতা ছটকু আহমেদের মন খারাপ তার সিনেমা নামিয়ে দেওয়ায়।
তিনি বলেন, “আমার সিনেমা মানবিক পারিবারিক গল্প, এখানে অ্যাকশন, রোমান্স ,মারামারি নেই। ঈদের দিন সিনেমা চালিয়েছে, ওই দিন তো এই সিনেমার দর্শক খুব হবে না। মানুষ এখন সিনেমা দেখতে যাবে আর এখনই সিনেমা তুলে দিয়েছে। একটি পারিবারিক সিনেমাকে দুই তিনদিন সময় দিতে হবে। দর্শককে দেখার সময় দিতে হবে।
“মন খারাপ হচ্ছে আমার সিনেমাটা চালানোর সময় দিল না। আমার সিনেমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। নামিয়ে ফেলেছে কিছু করার নেই।”
ঈদে পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মেঘনা কন্যা’। দ্য অভি কথাচিত্র সিনেমাটি পরিবেশন করছেন। দুইদিনেই একটি সিনেমা কেমন সেটা বিচার করা ঠিক হয়নি বলে মনে করেন অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।
“সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে ‘মেঘনা কন্যা’ চলছিল, সিনেমা নামিয়ে দেয়ার ব্যাপারটা আমাদের জন্য দুঃখজনক। সিনেমাটি কিন্তু তারা দেখে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্রথম সপ্তাহে সিনেমার শিডিউল করা হয়েছে সেক্ষেত্রে সিনেমাটা সাতদিন চালানো উচিত ছিল। তিন বা চারদিন চালিয়ে নামিয়ে ফেলবে এটা কেমন নিয়ম?”
অভি আরও বলেন, “ঈদের প্রথম দুইদিন ‘রাজকুমার’ (শকিব খান অভিনীত) সিনেমার চাপ থাকবে এটা সবারই জানার কথা। ঈদের প্রথম দুইদিন সিনেমা চলার পর যদি কেউ বুঝে ফেলে সিনেমা চলবে না, নামিয়ে ফেলতে হবে, এটা হয়ত তাদের বিজনেস পলিসি। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি।”
ঈদের সময় এতবেশি সিনেমা মুক্তি দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ঈদে এতো সিনেমা মুক্তি দেওয়া ঠিক হয়নি এটা কিন্তু আমরা সবাই মানছি। কিন্তু পছন্দ করে হলে সিনেমা নেওয়ার পর দুদিন চালিয়ে হোল্ড করে রাখা এটা কেন হবে। এটা অন্যভাবে করা যেত। শিডিউল পরিবর্তন করে। এমনও দেখেছি সাত দিন পর সিনেমা ভালো চলে, দর্শক প্রশংসা পায়। এগুলো গল্পকেন্দ্রিক সিনেমা, তারকাবহুল সিনেমা না। তাছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে অনেকে। তারা এসে হয়ত সিনেমা দেখবে। নামিয়ে ফেলার এই যুক্তি আমাদের পছন্দ হয়নি।”
তবে নারীপাচারকে কেন্দ্র করে নির্মিত 'মেঘনা কন্যা' সিনেমাটি এখন সারাদেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নারীপাচার রোধে দেশব্যাপী সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ বলে জানান নির্মাতা ফুয়াদ চৌধুরী।
‘মায়া: দ্য লাভ’ সিনেমার নির্মাতা জসিম উদ্দিন জাকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আর ‘গ্রীন কার্ড’ সিনেমাটি নিয়ে অভিনেতা কাজী মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণে এখন কথা বলতে পারবেন না বলে জানান।
এদিকে, পরিবেশক প্রতিষ্ঠানগুলোর অভিযোগ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ বলেন, “এখন তো আসলে এসব সিনেমা চালানোর জন্য দর্শকের অপেক্ষা করার সময় না। এটা তো এমন না যে, পরের শোতে রিকভার হয়ে যাবে। ঈদে হলের যে কাস্টমার আমরা এখন পাব, ঈদের পরে কিন্তু আর পাব না।
“যেগুলো দর্শক দেখতে চাচ্ছে সেগুলোর অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছে। যেমন রাজকুমার, জ্বীন, ওমর, এগুলো ভালো চলছে। এই সপ্তাহে যেহেতু ঢাকায় মানুষ ফিরছে আরও দর্শক বাড়বে বলে আশা করছি। তবে গেল ঈদে প্রিয়তমা, বা সুড়ঙ্গ যেমন অবস্থা ছিল এই ঈদে এখন পর্যন্ত সেই অবস্থা তৈরি হয়নি। এই সপ্তাহে মানুষ ফিরবে তখন হয়তো বেড়ে যাবে। দর্শক বাড়বে আশা করি।”
এবার ঈদুল ফিতরে আরও যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো হল- ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজল রেখা’, ‘দেয়ালের দেশ’, ‘মোনা: জ্বীন-২’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’।
এসব সিনেমার মধ্যে ‘রাজকুমার’ ও ‘ওমর’ সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।