আগামী শুক্রবার প্রচারিত হবে 'চিটার এন্ড জেন্টেলম্যান' নাটকের ৫০১ তম পর্ব প্রচার হবে।
Published : 17 Sep 2024, 09:44 PM
পরিচালক সঞ্জিত সরকার বরাবরই সমাজের নানা ধরনের অবক্ষয়কে উপজীব্য করে নাটক নির্মাণ করেন। ভালো এবং মন্দের দ্বন্দ্বের গল্প নিয়ে তার নির্মাণে তেমনই এক ধারাবাহিক নাটক 'চিটার এন্ড জেন্টেলম্যান'।
নাটকটির ৫০০ তম পর্ব পেরিয়েছে সোমবার। এই ধারাবাহিকটি প্রচার হচ্ছে আরটিভির পর্দায়।
এক বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, আগামী শুক্রবার প্রচারিত হবে 'চিটার এন্ড জেন্টেলম্যান' নাটকের ৫০১ তম পর্ব প্রচার হবে।
পরিচালনার পাশাপাশি নাটকটির রচয়িতাও সঞ্জিত সরকার নিজে।
নাটকের গল্প নিয়ে তিনি বলেন, "ঢাকার অদূরে ভাঁদুন নামের একটি গ্রাম। এই গ্রামের প্রকৃতি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। কারণ শহরের বিত্তবান মানুষজন ওই গ্রামে এসে জায়গা-জমি কিনে বিলাসবহুল রেস্ট হাউস তৈরি করছেন। শিল্পপতিরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন। বিভিন্ন জেলা থেকে লোকজন এসে দালাল চক্রের মাধ্যমে বসতি গড়ছেন।
“তাদের চালচলন, কথা বলার ধরন স্থানীয় লোকজনের থেকে আলাদা। শহর থেকে আসা মানুষগুলোকে ঘিরে সামাজিক বৈষম্য, দ্বন্দ্ব, সংঘাত শুরু হয় সেখানে। সমাজের নানা ধরনের অবক্ষয়ের গল্পও উঠে আসবে এই নাটকে।“
এই কাজটি নিয়ে দর্শকের ভালোবাসা পাচ্ছেন জানিয়ে সঞ্চিত বলেন, “নাটকটি ৫০০তম পর্ব প্রচারের মাইলফলক স্পর্শ করেছে। আশা করছি আমরা হাজার পর্ব অতিক্রম করতে পারব।"
ধারাবাহিকের চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে এই অভিনেতারা একে অপরের বন্ধু। নাটকেও চার বন্ধুর চরিত্রে দেখা গেছে তাদের।
এতে আরো অভিনয় করেছেন ডা. এজাজ, আব্দুল্লাহ রানা, ফারুক আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা বিনতে ইসলাম, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদসহ কয়েকজন।