সত্য ঘটনা অবলম্বনে 'আমলনামা' সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফী।
Published : 03 Mar 2025, 10:09 PM
নির্মাতা রায়হান রাফীর ‘আমলনামা’ নামের যে ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় আছে, সেই সিনেমার চরিত্রগুলোর ধারণা দিতে প্রকাশ্যে এসেছে ফোরটেস্ট।
চরকির ফেইসবুক পেইজে ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি…। এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট।”
ভিডিওর শুরুতেই কিছু দৃশ্য আর সংলাপে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমার অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।
সিনেমাটি নিয়ে রাফী বলেন, “আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে; এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শকেরা একটা রোমাঞ্চের মধ্যে থাকবেন।"
‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসানকে। শুধু জাহিদই নন, সিনেমায় আছেন কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু। আরও আছেন গাজী রাকায়েত, অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন।
বিজ্ঞপ্তিতে সিনেমাটি নিয়ে জাহিদ হাসান বলেন, “সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সে জন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।”
প্রায় ছয় বছর পর অভিনয় করেছেন কামরুজ্জামান কামু। কাজটিতে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, "রাফী চরিত্রটাতে অভিনয় করার প্রস্তাব দিয়ে বললেন, এই চরিত্রের জন্য আপনাকেই দরকার। তখন একরকম আগ্রহ কাজ করেছে, আর যখন গল্পটা শুনি, তখন তো রীতিমতো চমকে উঠি এবং সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যাই।"
সিনেমায় আরও অভিনয় করেছেন গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যাও অভিনয় করেছেন সিনেমায়।
সিনেমাটির চিত্রনাট্য করেছেন রাফী ও এস এম নজরুল ইসলাম। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমাটির থিমেটিক পোস্টার।
‘আমলনামা’ মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে মার্চের মাঝামাঝি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন রাফী।
গত বছরের অক্টোবরে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি জায়গায়য় সিনেমাটির শুটিং হয়েছে।
আরও পড়ুন: