দেশে মৌলিক গান চর্চার একটি প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নিয়ে নির্ঝর দুবছর আগে 'এক নির্ঝরের গান’ নামে একটি প্রকল্প গড়ে তোলেন।
Published : 10 Jun 2024, 11:44 AM
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের সংকলন দিয়ে 'এক নির্ঝরের গান’ প্রকল্পের মৌলিক গান প্রকাশের যাত্রা শুরু হল।
রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মৌলিক গান প্রকাশের প্রথম পর্বের অনুষ্ঠান হয় শনিবার।
'এক নির্ঝরের গান’ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে বন্যার ‘যেটা আমাদের নিজের মতন’ শিরোনামের একটি গান প্রকাশ হয়। গানের কথা ও সুর করেছেন পরিচালক ও সুরকার এনামুল করিম নির্ঝর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় নির্ঝর ‘নয় বছরের বড়’ নামের একটি উদ্যোগ হাতে নিয়েছিলেন দুবছর আগে। যেখানে স্থাপত্য, চলচ্চিত্র ও সংগীত এবং অন্যান্য সৃজনশীল-সামাজিক বিষয়ে নির্ঝর কিছু কাজ করছেন।
এই ‘নয় বছরের বড়’ উদ্যোগের আওতায় দেশে মৌলিক গান চর্চার একটি প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নিয়ে নির্ঝর 'এক নির্ঝরের গান’ নামে একটি প্রকল্প গড়ে তোলেন।
তার পরিকল্পনা দেশের কয়েক প্রজন্মের ৫৪ জন শিল্পী ৬৩টি মৌলিক গান করবেন। আর সেইসব গান শ্রোতাদের উপহার দেওয়া হবে আগামী ছয় মাস ধরে। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন নির্ঝর।
অনুষ্ঠানে নির্ঝর বলেন, " 'নয় বছরের বড়' উদ্যোগের প্রধানতম উদ্দেশ্য বিভিন্ন সৃজনশীল মাধ্যমের পেশাজীবীদের জন্য আত্মনির্ভরশীল ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠান গড়ে তোলা। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সংগীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে এবং একসময় তারাই এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে।"
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, "বাংলাদেশের ষাটের দশকের প্রজন্মকে এখন পর্যন্ত শ্রেষ্ঠ প্রজন্ম ভাবা হয়, কেননা ওই প্রজন্মের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে। ওই প্রজন্ম থেকে দেশের মেধাবী, জ্ঞানী ও গুণী মানুষেরা বের হয়ে এসেছেন। কিন্তু এরপরই দেশে মেধার চর্চা কমে গেছে। ৮০ ভাগ মেধাবী শিক্ষার্থী দেশের বাইরে চলে যায়, এটা দেশের জন্য কোনও ভালো উদাহরণ নয়।”
তিনি বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে যারা কোনো কাজ করে তাদের উৎসাহ দিতে তার কোনো কার্পণ্য নেই।
“এনামুল করিম নির্ঝরের এই উদ্যোগ তার মধ্যে অন্যতম।”
৬৩টি গান প্রকাশ হবে ৯ পর্বে। প্রতিটি পর্বে ৭টি করে গান থাকছে। শেষ হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। এসব গান ‘গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ধাপে ধাপে প্রতি সপ্তাহে।
এ প্রকল্পে সংগীতায়োজক হিসেবে কাজ করেছেন ১৩ জন সংগীত পরিচালক। অ্যালবামের গানগুলো তৈরি ও প্রকাশ করছে ‘ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশানস) ও গানশালা’।
প্রথম পর্বে প্রকাশিত গানগুলোতে বন্যা ছাড়াও কণ্ঠ দিয়েছেন শুভেন্দু দাস, অবন্তী সিঁথি, সাগর দেওয়ান, সায়ন্তনী ত্বিষা, আদনান রুশদি ও পুনম ঘোষ।
সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন লাবিক কামাল গৌরব, শুভেন্দু দাস, সৈয়দ কামরুজ্জামান সুজন, আদনান রুশদি, অটমনাল মুন।
নির্ঝর বলেন, ‘যেটা আমাদের নিজের মতন’, ‘হলফনামার হরফ গুনে’, ‘কেন হাতের মুঠোয়’, ‘গল্পটা সে রকম’, ‘শাখাপ্রশাখার প্রভাব নিয়ে’, ‘বসার ঘরে, ‘সবাই খারাপ’, ‘ঝোলমাখা ঠোঁটে’, ‘আলো কি আটকানো’, ‘যুগলবন্দী মন’, ‘জামার বোতাম’, ‘কামড় মানে কামড়ানো’ সহ আরো অনেক গান শ্রোতারা শুনতে পাবেন।
পুরনো খবর
নির্ঝরের গান ভাবনা, ৫৪ শিল্পীর ৬৩ মৌলিক গান