নির্ঝর বলেন, "উদ্যোগের প্রধানতম উদ্দেশ্য বিভিন্ন সৃজনশীল মাধ্যমের পেশাজীবীদের জন্য আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী চলমান প্রক্রিয়া নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলা।"
Published : 07 Jun 2024, 01:30 PM
দেশের কয়েক প্রজন্মের অর্ধশতাধিক গানের শিল্পীরা গেয়েছেন ৬৩টি মৌলিক গান। আর সেইসব গান শ্রোতাদের উপহার দেওয়া হবে আগামী ছয় মাস ধরে।
মৌলিক বাংলা গান নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগের কারিগর এনামুল করিম নির্ঝর। তিনি বলেছেন, ৫৪ জন সংগীতশিল্পীকে নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে মোট ৬৩টি গান। আর এই কাজের পেছনে তার শ্রম ঝরেছে গত দুই বছর ধরে।
'এক নির্ঝরের গান’ প্রকল্পের এই গানগুলো ৯ পর্বে প্রকাশিত হবে। আগামী ৯ জুন থেকে গান প্রকাশ শুরু হবে, প্রতি সপ্তাহে দুটি করে গান আসবে। শেষ হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। এসব গান গানশালা ইকেএনসি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতন’ শিরোনামের গান দিয়ে প্রথম পর্বের প্রকাশনা শুরু হবে।
বাংলা গান নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে জানতে গ্লিটজ যোগাযোগ করেছিল এনামুল করিম নির্ঝরের সঙ্গে। যিনি পেশায় একজন স্থপতি হলেও সিনেমা বানিয়েছেন। তিনি গান লেখেন, তাতে সুর বোলান। তার পরিচালনায় 'আহা' সিনেমার 'লুকোচুরি' শিরোনামের গানটি আলোচিত।
নির্ঝর গ্লিটজকে বলেছেন, এই ৬৩টি গানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ,ফাহমিদা নবী, শফি মন্ডল, কোনাল।
“একদম নতুন শিল্পী থেকে আছে বাচ্চা শিল্পীরাও। মোটামুটি সব বয়সের শিল্পীরাই আছে এই গানগুলোতে।"
এই উদ্যোগের কারণ জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এই উদ্যোগ নেওয়া। দুই বছর ধরে এই প্রকল্পের কাজ চলছিল। আমাদের মনে হয়েছে ভবিষ্যতের প্রজন্মের জন্য কোনো মেমোরি তৈরি করে রাখা হচ্ছে না। আমরা মৌলিক গান চর্চার একটি প্রতিষ্ঠান তৈরি করব। যেটার কোনো মালিকানা থাকবে না। এগুলো নিজের মতো করে একটা ট্রাস্টি বোর্ড দিয়ে চলবে অথবা পদ্ধতিগতভাবে চলবে। সেই ভাবনা থেকে আমরা 'নয় বছরে বড়' নামে একটি উদ্যোগের কথা ভেবেছি।
“এই উদ্যোগের প্রধানতম উদ্দেশ্য, বিভিন্ন সৃজনশীল মাধ্যমের পেশাজীবীদের জন্য আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী চলমান প্রক্রিয়া নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলা। যেখানে গানশালার সঙ্গীতায়োজক, কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, শব্দ প্রকৌশলী, দৃশ্যশিল্প, সংগঠক ও অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পারিক পেশচর্চার ভবিষ্যৎ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, "এটি একটি সমবায় ধারণা, কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হয়, আমি গান লেখা শুরু করি সবাইকে একসাথে করার জন্য। সবার সঙ্গেই ভাবনাটা শেয়ার করি। সবাইকে এক করি। আমার সবগুলো গানই প্রস্তুত করা হয়েছে।”
ধাপে ধাপে গান মুক্তি কেন জানতে চাইলে নির্ঝর বলেন, "একবারে মুক্তি দিলে তো আসলে কেউ শুনবে না। তাই নয়টি পর্বে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের ইতিহাসে এতোগুলো গান একসাথে প্রকাশের ঘটনা আগে ঘটেনি।"
‘এক নির্ঝরের গান’ প্রকল্পের গানগুলোর মধ্যে ‘যেটা আমাদের নিজের মত’, ‘হলফনামার হরফ গুনে’, ‘কেন হাতের মুঠোয়’, ‘গল্পটা সে রকম’, ‘শাখাপ্রশাখার প্রভাব নিয়ে’, ‘বসার ঘরে, ‘সবাই খারাপ’, ‘ঝোলমাখা ঠোঁটে’, ‘আলো কি আটকানো’, ‘যুগলবন্দী মন’, ‘জামার বোতাম’, ‘কামড় মানে কামড়ানো’ সহ আরো অনেক আছে।