প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘রূপবান’ খ্যাত এ অভিনেত্রী।
Published : 13 Jun 2023, 10:43 PM
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে পুরান ঢাকায় একটি আড়াই তলা বাড়ি বরাদ্দ দিয়েছে সরকার, যার পারিবারিক নাম তন্দ্রা মজুমদার।
মঙ্গলবার দুপুরে তার কাছে এই বাড়ির চাবি হস্তান্তর করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
ঢাকায় নিজের বাড়ি না থাকার কথা উল্লেখ করে একটি বাড়ি বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন সুজাতা।
জেলা প্রশাসক মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কমকে জানান, প্রায় আড়াইমাস আগে সুজাতা তার অফিসে এসে দেখা করে ভাড়া বাসায় থাকার কথা জানান।
“এরপরেই আর্থিকভাবে অসচ্ছল এই গুণী শিল্পীর জন্য একটি অর্পিত বাড়ি বরাদ্দ দেওয়া হয়।”
পুরান ঢাকার লালচান মুকিম লেইনে তিন কাঠার (হোল্ডিং ৪৩, ৪৩/২, ৪৩/৩) আড়াইতলা বাড়িটি কয়েকটি শর্তে ইজারা দেওয়া হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “লিজ শর্ত অনুযায়ী প্রতি বছর তাকে নবায়ন করতে হবে। আর এজন্য সরকারি খাতে একলাখ টাকার মত জমা দিতে হবে।
“সংস্কার করার সুযোগ লিজে থাকলেও বাড়িটি ভেঙে নতুন করে করা বা উপরে কোনো তলা করা যাবে না।”
বাড়িটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সুজাতাকে বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মমিনুর রহমান বলেন, “সময়ের নিষ্ঠুর পরিক্রমায় গুণী এই শিল্পী ব্যক্তি ও পারিবারিক জীবনে অনেকটা অসহায়। এ ধরনের আর্থিকভাবে অসচ্ছল গুণী, জ্ঞানী, বিশিষ্ট ব্যক্তি ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনের জন্য ঢাকা জেলা প্রশাসন উদ্ধারকৃত খাস জমি/অর্পিত সম্পত্তি বরাদ্দ দিবে।”
চাবি ও বাড়ি বরাদ্দের কাগজ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘রূপবান’ খ্যাত সুজাতা।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সুজাতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।