বুধবার থেকে প্রতিদিন দীপ্ত প্লে তে প্রচার হবে ‘গুড ডক্টর’ ধারাবাহিকটি।
Published : 01 Jan 2025, 02:43 PM
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র নতুন বছর শুরু হতে যাচ্ছে তুর্কি ধারাবাহিক দিয়ে।
তুরস্কের দর্শকপ্রিয় ধারাবাহিক ‘মুজিজে ডক্টর’ দীপ্ততে এসেছে ‘গুড ডক্টর’ নামে।
বিজ্ঞপ্তিতে দীপ্ত প্লে কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে প্রতিদিন প্রচার হবে ‘গুড ডক্টর’ ধারাবাহিকটি।
ধারাবাহিকের গল্প একজন চিকিৎসককে ঘিরে। গল্পে দেখা যাবে, তরুণ চিকিৎসক আলী বেফা ‘সাভান্ট’ সিনড্রোমে আক্রান্ত। অন্তর্মুখী স্বভাবের কারণে আলী মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতেন ছোটবেলা থেকে। তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা-নিগ্রহ আর সামাজিক উপেক্ষায়।
জীবনে তার একমাত্র ভরসার মানুষ ছিলেন তার বড় ভাই আহমেদ, যিনি সব সময় তাকে আগলে রাখতেন। ওই ভাইয়ের মৃত্যুতে আলীর জীবন আরও কঠিন হয়ে যায়।
এরপর নিজেকে সার্জন হিসেবে তৈরি করার লক্ষ্য ঠিক করেন আলী। শিক্ষাজীবন শেষ করে তার কর্মজীবন শুরু হয় বেরহায়াত হাসপাতালের সহকারী সার্জন হিসেবে যোগদানের মাধ্যমে। কিন্তু সেখানেও নানা ঝামেলায় পড়েন এই চিকিৎসক। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সহকর্মী ফেরমান, যিনি আলীকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন না।
এমন পরিস্থিতে আলীকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় তার সহকর্মী চিকিৎসক নাজলি। আলী কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কী না সেই গল্পই বলবে ‘গুড ডক্টর’।
‘গুড ডক্টর’ ধারাবাহিকে চরিত্র ও কণ্ঠাভিনেতারা হলেন খায়রুল আলম (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী (ফেরমান), জয়শ্রী মজুমদার (নাজলি), মেরিনা আক্তার (কিভিলজিম), রুবাইয়া মাতিন (বেলিজ), সজীব রায় (তানজু), তানভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভি)সহ আরও অনেকে।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার। ভাষান্তর প্রকল্প পরিচালক মোর্শেদ সিদ্দিকী এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।