সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলিকে। আগামী জুন মাসে শুরু হবে শুটিং।
Published : 26 Apr 2024, 12:02 PM
পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সিনেমা বানিয়েছেন দেশের আলোচিত নির্মাতা ফাখরুল আরেফীন খান। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘নীল জোছনা’।
সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলিকে। আগামী জুন মাসে শুরু হবে সিনেমাটির শুটিং। জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একটানা কাজ চলবে বলে জানান নির্মাতা।
গ্লিটজকে তিনি বলেন, “প্যারাসাইকোলজি এই গল্পের প্রধান যে নারী চরিত্র, তার সঙ্গে পাওলি খুব ভালোভাবে ম্যাচ করে। সে কারণে এই চরিত্রের জন্য তাকে নির্বাচিত করা। পাওলির সঙ্গে যোগাযোগ করে চিত্রনাট্য শোনানো হলে তিনিও রাজি হয়ে যান।”
আরো কাউকে চূড়ান্ত করা হয়েছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, “পাওলির বিপরীতে দেশের একজন শিল্পী অভিনয় করবেন। তিনি নির্বাচিত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক চুক্তিপত্র না করে এখনই নাম প্রকাশ করতে চাচ্ছি না। সবাইকে শিগগিরই চূড়ান্ত করা হবে, তখন ধাপে ধাপে জানানো হবে।”
এদিকে ‘নীল জোছনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন পাওলি। তিনি লিখেছেন, ‘ছবিটির এই ফ্রেমের সঙ্গে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করলাম। ‘নীল জোছনা’র সঙ্গেই থাকুন।’
ফাখরুল আরেফীন খান এখন কলকাতায় অবস্থান করছেন। গত বুধবার সেখানে ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারেন তিনি।
গ্লিটজকে নির্মাতা বলেন, ‘নীল জোছনা’ বানানোর ভাবনা তার প্রায় ছয় বছর আগের। ২০১৮ সালের শেষ দিকে পরিকল্পনাও শুরু করেন।
“আমি যখন মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। প্যারাসাইকোলজি নিয়ে এর আগে বাংলাদেশে তেমন কোনো কাজ হয়নি। গত বছরের শুরু থেকে সিনেমা নিয়ে কাজ শুরু করি।”
এর আগে ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ এবং ‘জেকে ১৯৭১’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন ফাখরুল আরেফীন খান। ‘নীল জোছনা’ হবে তার চতুর্থ সিনেমা।