বিচ্ছেদের পর শাহিদ-করিনার মধ্যে সুসম্পর্ক আর গড়ে ওঠেনি বলে দীর্ঘদিনের গুঞ্জন।
Published : 07 Feb 2024, 09:46 PM
আসছে ‘জব উই মেট ২’। ১৬ বছর পর আবার পর্দায় ফিরছেন এক সময় বলিউডের আলোচিত জুটি শাহিদ কাপুর ও করিনা কাপুর খান। অনুরাগীদের কথা মাথায় রেখেই এ সিনেমার সিক্যুয়েলে এক সময়ের প্রেমিক যুগলকে জুটি হিসেবে চাইছেন নির্মাতারা।
বিচ্ছেদের পর শাহিদ-করিনার মধ্যে সুসম্পর্ক আর গড়ে ওঠেনি বলে দীর্ঘদিনের গুঞ্জন। এমনকি কখনও দেখা হলে মুখও ফিরিয়ে নিতেন তারা। তবে আপাতত বরফ গলেছে, তিক্ততা মিটেছে বলেই ইঙ্গিত মিলেছে।
সিনেমাটি গান্ধার ফিল্মস ব্যানারে প্রযোজনা করবেন অষ্টবিনায়কের স্বত্বাধিকারী রাজ মেহতা। আগের হিট সিনেমাটির মতো সিক্যুয়েলটি পরিচালনা করবেন ইমতিয়াজ আলী। যদিও সিক্যুয়েল সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতাদের দিক থেকে।
‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘উড়তা পঞ্জাব’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’ এর মতো একাধিক সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন এ প্রাক্তন যুগল। যদিও জুটি হিসেবে তাদের সবচেয়ে স্মরণীয় সিনেমা ‘জব উই মেট’।
২০০৪ সালে ‘ফিদা’তে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। এর তিন বছর পর সম্পর্ক ভাঙে তাদের। পরে সইফ আলি খানকে বিয়ে করেন করিনা। অন্য দিকে মীরা রাজপুতের সঙ্গে সংসার পাতেন শাহিদ। সংবাদ সূত্র: নিউজ ১৮
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)