এই অভিনেত্রী আলোচনায় আসেন অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে।
Published : 10 Nov 2024, 01:37 PM
ছোট পর্দার অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন।
ঢাকার কল্যাণপুরে হাউসিং সোসাইটিতে নিজের বাসায় রোববার সকালে তিনি মারা গেছেন বলে পরিচালক রাফাত মজুমদার রিংকু জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে আফরোজা হোসেনের, সেই ক্যান্সার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডে।
রিংকু গ্লিটজকে বলেন, "ওনার ক্যান্সার দ্বিতীয় স্তরে ছিল। দেশে কিছুদিন চিকিৎসার পর গত বছরের শেষে মুম্বাইতে চিকিৎসা নিচ্ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন। অবস্থা খারাপ ছিল, বাসায় থেকেই চিকিৎসা চলছিল। সকালে উনার মৃত্যুর খবর পাই।"
কল্যাণপুর হাউসিং সোসাইটিতে জোহরের নামাজের পর জানাজা শেষে আফরোজা হোসেনকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন রিংকু।
২০০৮ সাল থেকে ছোট পর্দায় অভিনয় শুরু করেন আফরোজা। একটি সচেতনতামূলক নাটক দিয়ে তার অভিনয় শুরু। শুরুতে চাকরির পাশাপাশি অভিনয় করতেন।
২০১৩ সালে চাকরি ছেড়ে দিয়ে নাটকের অভিনয়ে তিনি নিয়মিত হন। ‘ঠেটারু’, ‘সূর্য অস্তের আগে’, ‘বিদেশি ছেলে’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
এই অভিনেত্রী আলোচনায় আসেন অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে।