এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন তিশা।
Published : 16 Nov 2023, 07:27 PM
আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তানজিন তিশা। কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরলেন। তবে মাঝের সময়টুকুতে সোশ্যাল মিডিয়ায় রটে গেল- প্রেম বিষয়ক ঘটনায় নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হল।
তবে হাসপাতাল থেকে বাসায় ফিরে তিশা বললেন, ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রেম নিয়ে ছড়ানো খবরকে বললেন 'ভুল নিউজ'।
বুধবার রাতে অসুস্থ তিশাকে প্রথম নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গ্লিটজকে বলেন, অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান, তারপর স্কয়ার হাসপাতালে নেন।
কিন্তু তিশা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে কোনো তথ্য তার জানা নেই জানিয়ে নাসিম বলেন, বিস্তারিত জেনে পরে জানানো হবে।
বিকালে অভিনয়শিল্পী সংঘ থেকে বলা হয়, তানজিন তিশা বাসায় ফিরেছেন।
সবার আবেগ, উৎকন্ঠা ও প্রার্থনার জন্য ধন্যবাদও জানায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সন্ধ্যায় অভিনেত্রী তিশা ফেইসবুকে এক পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন।
তিনি বলেন, “আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।
“আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে, এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নিব না।”
এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন জানিয়ে তিশা বলেন, “যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ, যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো।”