গিটারটি প্রায় ছয় দশক ধরে নিখোঁজ ছিল।
Published : 01 Jun 2024, 12:19 PM
বিটলস তারকা জন লেনন ও জর্জ হ্যারিসনের বাজানো একটি গিটার নিলামে ২৯ লাখ ডলারে বিক্রি হয়েছে।
এনবিসি নিউজ জানিয়েছে, গিটারটি প্রায় ছয় দশক ধরে নিখোঁজ ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক নিলাম হাউজ জুলিয়েন'স অকশনস এক বিজ্ঞপ্তিতে বলছে, গিটারটি এখন পর্যন্ত বিটলস ব্যান্ডের কোনো সদস্যের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গিটার।
২৯ থেকে ৩০ মে নিউ ইয়র্ক সিটির হার্ড রক ক্যাফেতে জুলিয়েন'স অকশনস এর ‘মিউজিক আইকনস’ নামে আয়োজিত একটি ইভেন্টের নিলামে গিটারটি বিক্রি করা হয়।
এই গিটারটি ১৯৬৫ সালে বিটলস ব্যান্ডের 'হেল্প!' এবং 'ইটস অনলি লাভ' এর মতো গানের রেকর্ডিং ও পারফর্ম্যান্সে ব্যবহার করা হয়েছিল।
এর আগে জন লেননের ব্যবহার করা একটি গিটার ২০১৫ সালে নিলামে তোলা হলে সেই ২৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
এবারের গিটারটি লেনন তার একজন বন্ধুকে দিয়েছিলেন। পরে বন্ধুর কাছ থেকেও সেটি হাতবদল হয়। জুলিয়েন'স অকশনস জানিয়েছে, ওই ব্যক্তি গিটারটি তার বাড়ির চিলেকোঠায় ওঠার মইয়ের ওপর রেখেছিলেন। এরপর সেটির কথা তার আর মাথাতেও ছিল না।
স্প্রুস গাছের কাঠ দিয়ে এই গিটারটি তৈরি করেছে একটি জার্মান কোম্পানি। এর পেছনের অংশে এবং দুই পাশে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে।
বিটলস বিশেষজ্ঞ অ্যান্ডি বেবিউকের কাছ থেকে গিটারটি আসল বলে নিশ্চিত হয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি। গিটারটির অনবদ্য সুরের জন্যও এটিকে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জুলিয়েন'স অকশনস জানিয়েছে।
গিটারটি যখন পাওয়া যায় তখন এটি বাজানোর মতো ভালো অবস্থায় ছিল না। দীর্ঘ সময় নিয়ে জুলিয়েন'স অকশনস গিটারটি মেরামত করে। এখন গিটারটি আরো অনেকদিন ব্যবহার করা যাবে।