প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণেই এ অ্যালবামের নামকরণ। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
Published : 23 Apr 2024, 04:12 PM
একযুগেরও বেশি সময় পর নতুন চমক নিয়ে এলো বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড ‘দলছুট’। প্রকাশ্যে এলো তাদের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’।
সামনে এই অ্যালবামের গান নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনাও আছে বলে গ্লিটজকে জানিয়েছেন ব্যান্ড দলটির প্রধান বাপ্পা মজুমদার।
শনিবার স্বাধীন মিউজিক অ্যাপে অ্যালবামটি প্রকাশ করা হয়। একই দিনে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেইসবুকে আলাদা করে প্রকাশ করা হয় অ্যালবামের ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানটি।
এছাড়া মঙ্গলবার অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রকাশ করা হয়েছে অ্যালবামটি। যেখানে শোনা যাচ্ছে সবগুলো গান।
প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণেই এ অ্যালবামের নামকরণ। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।
দলছুটের সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। মাঝের এই দীর্ঘ সময়ে ব্যান্ডের দুটি একক গান প্রকাশ হয়েছে। এবার এলো সপ্তম অ্যালবাম ‘সঞ্জীব’।
অ্যালবামে ১১টি গান রয়েছে, যার শিরোনাম- ‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’।
বাপ্পা মজুমদার গ্লিটজকে বলেন, “একযুগেরও বেশি পর আমাদের নতুন অ্যালবাম এসেছে। এটা তো ভীষণ আনন্দের ব্যাপারই। আমরাও অনেক সময় নিয়েই করেছি। এখন তো সবাই সিঙ্গেল গান প্রকাশ করছে, তাই অ্যালবাম প্রকাশের বিষয়টি নতুনত্বই বলা যায়।”
এই সময় অ্যালবাম আকারে প্রকাশের ভাবনাটি কেন প্রশ্নে বাপ্পা মজুমদার বলেন, “আমরা তো আসলে সেই অ্যালবাম সময়েরই মানুষ। সেই সময়ের ফিলটা আনার জন্যই ভেবেছি। এছাড়া একটা একটা করে গান রিলিজ করলে সবগুলো গানের মধ্যে যে একটা যোগসূত্র আছে, তা বোঝা যায় না। এজন্যই অ্যালবাম প্রকাশ করা।”
এখন গানের ভঙ্গি পাল্টে গেছে: বাপ্পা মজুমদার
প্রায় আট বছর আগে শুরু হয়েছিল ‘সঞ্জীব’ অ্যালবামের কাজ। যার দুটি গান ‘মন দাবাড়ু’ ও ‘প্রবঞ্চনা’ প্রকাশ করা হয়েছিল বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে।
দীর্ঘ সময় নিয়ে গানগুলো করা হয়েছে, যেন শ্রোতাদের ভালো গান উপহার দেওয়া যায় উল্লেখ করে বাপ্পা মজুমদার বলেন, “‘আহ’, ‘হৃদয়পুর’, ‘আকাশচুরী’, ‘জোছনাবিহার’ ও ‘আয় আমন্ত্রণ’ অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে শ্রোতারা দলছুটকে যেভাবে চিনেছে, আপন করে নিয়েছে, সে জায়গা থেকে কখনও সরে আসতে চাইনি। এই অ্যালবামের গানেও চিরচেনা দলছুটকে খুঁজে পাওয়া যাবে।”
গানের গীতিকথা লিখেছেন কবির বকুল, জুলফিকার রাসেল, শেখ রানা, রাসেল ও’নীল (প্রয়াত), ইন্দ্রনীল, মাস মাসুম ও দীপন। প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদারসহ ব্যান্ডের সদস্যরা।
সামনে এই অ্যালবামের গান নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনাও আছে জানিয়ে বাপ্পা বলেন, “আমাদের ইচ্ছা আছে স্টেজে এই গানগুলো নিয়ে সবার সামনে হাজির হওয়া। সামনে দলছুটের বেশ কিছু শো আছে, বিদেশ সফরও আছে। তাই জুনের আগে হয়তো সম্ভব হবে না। তবে জুনের পর স্টেজ শোর ব্যাপারে সবকিছু ফাইনাল করব, এরপর সবাইকে জানাব।”