২-৪ অগাস্ট তিনদিনে নাটকটির মোট চারটি প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
Published : 25 Jul 2023, 03:42 PM
নাট্যকেন্দ্র মঞ্চে নিয়ে আসছে তৌকির আহমেদের নির্দেশনায় নাটক ‘তীর্থযাত্রী’।
আগামী ২-৪ অগাস্ট তিনদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।
হুমায়ূন কবিরের লেখা ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ বই থেকে নাট্যরূপ দিয়েছেন হুমায়ূন কবির ও তৌকির আহমেদ।
গেল মার্চে নিউ ইয়র্কে এ নাটকটির মঞ্চায়ন হয়েছিল। সেখানে প্রবাসী নাট্যশিল্পীরা অভিনয় করেছিলেন।
এবার ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যকেন্দ্র। এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা।
তৌকির আহমেদ গ্লিটজকে বলেন, “২ ও ৩ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। ৪ অগাস্ট বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি প্রদর্শনী হবে। তিনদিনে মোট চারটি প্রদর্শনী হবে।”
এর আগে তৌকির আহমেদ ‘হয়বদন’, ‘প্রতিসরণ’ ও ‘ইচ্ছামৃত্যু’ নাটকের নির্দেশনা দিয়ে মঞ্চে প্রশংসিত হয়েছেন।
অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচয় আছে।