উপস্থিত সবার দিকে তাকিয়ে হাতও নেড়েছেন বা আলোকচিত্রীদের ক্যামেরায় লেন্সবন্দিও হচ্ছিলেন তিনি স্বাভাবিকভাবেই।
Published : 17 May 2024, 12:20 PM
দুই দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলছে ভারতের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। কখনও শাড়ি-গয়নায় ভারতীয় সাজে, কখনও গাউন পরা পশ্চিমা সাজে, কখনোবা ময়ূর সেজেও চমক দিয়েছেন এই নায়িকা। তবে এবারে সাজ ছাপিয়ে নজর কেড়েছে ঐশ্বরিয়ার প্লাস্টার করা ডান হাত।
এনডিটিভি লিখেছে, সোনালি নকশায় কালো-সাদা গাউন এবং ফোলানো হাতার পোশাক পরে লাল গালিচায় ঐশ্বরিয়ার হাঁটাচলা ছিল স্বাভাবিক।
উপস্থিত সবার দিকে তাকিয়ে হাতও নেড়েছেন বা আলোকচিত্রীদের ক্যামেরায় লেন্সবন্দিও হচ্ছিলেন তিনি স্বাভাবিকভাবেই। তবে প্লাস্টার করা ডান হাতটি কেবল ব্যবহার করতে পারেননি ঐশ্বরিয়া।
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে ঐশ্বরিয়া যখন মুম্বাই বিমানবন্দর ছাড়ছিলেন, তখন থেকে ওই প্লাস্টার করা হাত নিয়ে তিনি আলোচনায়।
বিমানবন্দরের ভিডিও ও ছবি দেখে ভক্তদের প্রশ্ন ছিল, হাতে কিভাবে চোট পেলেন তিনি? সব সামলে লাল গালিচায় তাকে দেখা যাবে তো? লাল গালিচার ছবি বলে দিল, চোট পাওয়া হাত নিয়েও ফ্যাশন শোয়ে হেঁটেছেন ঐশ্বরিয়া।
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া আলো ছড়াচ্ছেন ২০০২ সাল থেকে। ওই বছর ভারী সোনার গয়না ও শাড়িতে প্রথম লালগালিচায় হাঁটেন এই অভিনেত্রী।
সেবার ঐশ্বরিয়ার কান সফর শুরু হয় 'দেবদাস' সিনেমা নিয়ে। সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
এরপর প্রায় প্রতিবছরই এই উৎসবে যান তিনি। লাল গালিচায় ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী।