চলতি সপ্তাহে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা ও সিরিজের খোঁজ তুলে ধরা হল এই প্রতিবেদনে।
Published : 28 Jul 2024, 03:15 PM
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হয়েছে নতুন নতুন কনটেন্ট। সাসপেন্স, থ্রিলার, রোমান্টিক, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোও বাদ নেই। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা ও সিরিজের খোঁজ তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
'ক্লিও সিজন ২'
জার্মান অ্যাকশন-থ্রিলার জনপ্রিয় কমেডি টেলিভিশন সিরিজ 'ক্লিও'। প্রথম সিজনের জনপ্রিয়তার পর এর দ্বিতীয় সিজন নির্মাণ করেন হ্যানো হ্যাকফোর্ট, রিচার্ড ক্রপফ এবং বব কনরাড। গত ২৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি।
এতে অভিনয় করেছেন জেল্লা হাসে, দিমিত্রিজ শ্যাড, জুলিয়াস ফেল্ডমেয়ার।
এই সিজনে ক্লিওর শৈশবের নানা ঘটনা দেখানো হয়েছে। যেখানে সে তার মায়ের খোঁজ পায় ঠিকই, কিন্তু তার মা তাকে ফিরে পেতে চান না।
'দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার'
স্পাই অ্যাকশন কমেডি সিনেমা 'দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল এবং সামরিক কর্মকর্তারা হিটলারের ইউ-বোট বহরকে অকার্যকর করার জন্য যে পরিকল্পনা করেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
এ সিনেমা নির্মাণ করেছেন গাই রিচি। অভিনয় করেছেন হেনরি ক্যাভিল, ইজা গঞ্জালেজ, অ্যালান রিচসন। ২৫ জুলাই থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি।
'নষ্টনীড় টু'
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে বাংলা সিরিজ 'নষ্টনীড় টু'। অদিতি রায় পরিচালিত সিরিজের এই সিজনেও অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, সৌম্য ব্যানার্জি, রুকমা।
এবারের গল্পে দেখা যাবে মূল চরিত্র অপর্ণার জীবন আবারও ঘোর সংকটে, যখন তার স্বামী কলেজের অধ্যাপক ঋষভ তারই ছাত্রী গোধুলীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন।
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঋষভ। স্বামীর সঙ্গে অপর্ণার দূরত্ব বাড়তে থাকে। এ পরিস্থিতিতে অপর্ণা বুঝতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। তবুও গোধুলীর হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অপর্ণা। ২৬ জুলাই থেকে হইচই এ দেখা যাচ্ছে সিরিজটি।
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি’
ক্রিকেটার দম্পতির গল্প নিয়ে বলিউডে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত এই সিনেমাটি গত ৩১ মে মুক্তি পায় ভারতের প্রেক্ষাগৃহে। শরণ শর্মা পরিচালিত সিনেমাটি শুক্রবার থেকে নেটফ্লিক্স ইন্ডিয়ায় দেখা যাচ্ছে।
সিনেমার মাহির চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। যিনি কী না একজন ডাক্তার থেকে ক্রিকেটার হয়ে ওঠেন।
'ব্ল্যাডি ইশক'
বিক্রম ভাট পরিচালিত হিন্দি সিনেমা 'ব্ল্যাডি ইশক'। এতে অভিনয় করেছেন আভিকা গোর, বর্ধন পুরী। ২৬ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।
ভৌতিক এই সিনেমার গল্পে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে স্মৃতি হারিয়ে ফেলেন নেহা নামের এক তরুণী। দুর্ঘটনার এই মানসিক ধকল সারিয়ে তোলার জন্য নেহার স্বামী তাকে বিচ্ছিন্ন এক স্কটিশ দ্বীপে নিয়ে যান।
সেখানে গিয়ে নেহা প্রতিনিয়ত অনুভব করতে থাকেন, এ বাড়িতে কোনো অশুভ শক্তির আনাগোনা আছে। একে একে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে থাকেন তারা।