কেবল বুম্বাদার পরিবারই নয়, লক্ষ্মীপূজা উপলক্ষে নিজ হাতে বাজার-সদাই সেরেছেন অনির্বাণও।
Published : 28 Oct 2023, 09:45 PM
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছেন। কর্মসূত্রে সারা বছর বাইরে থাকলেও কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে ঠিক নিজের বাড়িতে ফিরে এসেছেন বুম্বাদার স্ত্রী, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।
আনন্দবাজার বলেছে, এ বছর একদিন আগেই কলকাতার বালিগঞ্জে নিজের বাড়ি ‘উৎসব’-এ চলে আসেন অর্পিতা। শুক্রবার থেকেই শুরু করে দেন পূজার প্রস্তুতি।
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপূজার দিন নিজে হাতে মায়ের ভোগ রান্না করেন অর্পিতা। বাড়িতে সেদিন লক্ষ্মীপূজার পাশাপাশি সত্যনারায়ণ পূজাও হয়। আর পূজার প্রসাদ মাখার দায়িত্বে থাকেন সকলের প্রিয় বুম্বাদা।
এ বছরও সেই রীতির অন্যথা হচ্ছে না। এই বিশেষ দিনে আত্মীয়স্বজনরাও আসেন ‘উৎসব’-এ।
কেবল বুম্বাদার পরিবারই নয়, লক্ষ্মীপূজা নিয়ে ব্যস্ত রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। সম্প্রতি এ অভিনেতার পূজার বাজার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সংবাদ প্রতিদিন বলেছে, ভিডিওতে অভিনেতাকে বাজারে গিয়ে দরদাম করে পূজার ফলমূল কিনতে দেখা গেছে। রীতিমত বাড়ির ‘পাকা কর্তা’র মত জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে পূজার বাজার সেরেছেন তিনি।
সেসময় অর্নিবাণের পরণে ছিল সাদামাটা টি-শার্ট ও প্যান্ট; মুখে এঁটেছিলেন মাস্ক।
এই পূজায় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-অনির্বাণ অভিনীত সিনেমা ‘দশম অবতার’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমা বক্স অফিসেও বেশ ভালো আয় করে চলেছে।