হেমা মালিনী বলেন, “নিজেকে প্রস্তুত করতে পারলে হয়ত এশা আগামীতে রাজনীতিতে যোগ দেবে।“
Published : 19 Feb 2024, 09:18 AM
বলিউডি অভিনেত্রী এশা দেওলের চলার পথের নতুন কাজের কথা জানালেন তার মা হেমা মালিনী।
অভিনয়ের পাশাপাশি বিজেপির রাজনীতি করা ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “আমার দুই মেয়ের মধ্যে রাজনীতিতে ঝোঁক আছে এশার। নিজেকে প্রস্তুত করতে পারলে হয়ত সে আগামীতে রাজনীতিতে যোগ দেবে।“
মথুরার এমপি হেমা মালিনী বলেন, “আমি সবসময় পরিবারের সমর্থন পেয়েছি। ধর্মেন্দ্রজিও পছন্দ করেন আমার কাজকর্ম। এজন্য আমি রাজনীতি করতে পেরেছি। আমার পরিবারের সদস্যরা মুম্বাইয়ে আমার বাড়ির দেখাশোনা করছে, তাই আমি মথুরায় যাওয়া আসা করি।”
কিছুদিন আগে এক যুগের সংসারে বিচ্ছেদ টেনে আলোচনায় আসেন হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এশা।
এই অভিনেত্রী ও তার সাবেক স্বামী ভরত তখতানি এক যৌথ বিবৃতিতে বলেন, “পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে আমাদের দুই সন্তান আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
২০১২ সালের জুন মাসে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। রাধ্য ও মারিয়া নামের তাদের দুই কন্যা সন্তান আছে।
কি কারণে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত, এশা সে বিষয়ে কিছু না জানালেও ফিল্মিপাড়ার গুঞ্জন হল, ভরত নাকি বেঙ্গালুরুর এক মেয়ের সঙ্গে প্রেম করছেন। ভরতের এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে এশা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা 'কোই মেরে দিল সে পুছে' দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। পরে 'ধুম', 'যুবা' সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে এশাকে।