‘জোকার’খ্যাত অভিনেতা ওয়াকিন ফিনিক্স এবার পর্দায় আসছেন নেপোলিয়নের বেশে। সেই সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে সম্প্রতি। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতার উত্থান তুলে ধরছে সিনেমা ‘নেপোলিয়ন’। কীভাবে নেপোলিয়নের সঙ্গে তার প্রেমিকা জোসেফাইনের দেখা হয়, সেই গল্পও থাকছে সিনেমায়। যোদ্ধা এবং ক্ষমতাধর সম্রাট নেপোলিয়নের পাশাপাশি ‘প্রেমিক-মানবিক’ নেপোলিয়নকেও তুলে ধরেছেন নির্মাতা রিডলি স্কট। হলিউডে নভেম্বরের ২২ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমার।
Published : 12 Jul 2023, 12:18 PM