গলায় রুদ্রাক্ষের মালা ও চুলে খোপা সহ পুরাবস্তুর শিব সেজে দেখা দিল অক্ষয়।
Published : 03 Jul 2023, 05:23 PM
এগারো বছর আগে বলিউডের সুপারহিট সিনেমা ‘ওহ মাই গড’ এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। সম্প্রতি সোশাল মিডিয়ায় সিক্যুয়েলের নতুন দুটি পোস্টার শেয়ার করেছেন অক্ষয়,যার একটিতে তাকে ‘মহাদেব’ বেশে দেখা গেছে।
পিংক ভিলা বলেছে, সোমবার মুক্তির খবর জানিয়ে সিক্যুয়েলের নতুন দুটি পোস্টার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অক্ষয়। তবে বদলে গেছেন সিনেমার পরিচালক। অক্ষয়ের সহ অভিনেতাদের মধ্যেও এবারে পরিবর্তন আনা হয়েছে।
অক্ষয় ক্যাপশনে লিখেছেন, “আর মাত্র কিছু দিন। ১১ই অগাস্ট পেক্ষাগৃহে দেখা যাবে ‘ওহ মাই গড ২’। শিগগিরি প্রকাশ পাবে টিজার।”
একটি পোস্টারে মহাদেব রূপে ধরা দিয়েছেন অক্ষয়। গলায় পরেছেন রুদ্রাক্ষের মালা এবং চুলের কিছু অংশ রেখেছেন খোপা করে। পুরাবস্তুর শিব সেজে আকাশ মুখা তাকিয়ে ছিলেন এই অভিনেতা।
অন্য পোস্টারে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রের প্রথম লুক প্রকাশ পেয়েছে। সেখানে অভিনেতাকে হাত গুটিয়ে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একটি ধূসর নেহরু জ্যাকেটের সাথে একটি চেকার্ড শার্ট পরেছিলেন পঙ্কজ।
পোস্টারটি শেয়ার করার সময় অক্ষয় লিখেছেন, “সত্যের পথে আপনার সাথে দেখা হবে।”
ভারতীয় যৌন শিক্ষার নানান দিক তুলে ধরা হবে সিনেমাটিতে।
২০১২ সালে পর্দায় আসা ‘ওহ মাই গড’-এ অক্ষয়ের সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। তবে এবার পরেশের পরিবর্তে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম।
উমেশ শুক্লার পরিবর্তে এবারের সিক্যুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন অমিত রায়, প্রযোজনা করবেন অক্ষয় কুমার ও অশ্বিন ভার্দে।
অক্ষয় আগামীতে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’, ‘হেরা ফেরি ৩’-র মত সিনেমায় দেখা যাবে তাকে।
ইদানিং সময় ভালো যাচ্ছে না অক্ষয়ের। ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল। আরেকবার পরপর আটটা সিনেমা মুখ থুবড়ে পড়ে। তবে প্রতিবারই ফিরে এসেছেন অক্ষয়।
সর্বশেষ ফ্লপ তালিকায় তার পাঁচ সিনেমা হল ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘সেলফি’।
এবার ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ হয়ে আসছেন অক্ষয়- টাইগার
অক্ষয়, সুনীল, পরেশকে নিয়েই ফিরছে ‘হেরা ফিরি থ্রি’