‘স্কাই ফোর্স’ নামের একটি নতুন সিনেমায় আসছেন অক্ষয়। দীনেশ ভিজানের প্রযোজনায় ওই সিনেমায় তার বিপরীতে থাকবেন নিমরত কৌর।
Published : 24 May 2023, 04:27 PM
গত বছর থেকে একের পর এক সিনেমা ফ্লপ হলেও ধৈর্য্যচ্যুতি নেই অক্ষয় কুমারের; নতুন নতুন কাজে জড়িয়ে পড়ছেন বলিউডের ‘খিলাড়ি’।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘স্কাই ফোর্স’ নামের একটি নতুন সিনেমায় আসছেন অক্ষয়। দীনেশ ভিজানের প্রযোজনায় এ সিনেমায় তার বিপরীতে থাকবেন নিমরত কৌর। আরও আছেন সারা আলী খান।
সিনেমার গল্প সম্পর্কে জানা না গেলেও অক্ষয়, সারা এবং নিমরতকে তিন প্রধান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
সন্দীপ কাওলানি ও অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে।
এদিকে ভারতের কেদারনাথ মন্দিরে গিয়ে কটাক্ষ আর বিদ্রুপে বিদ্ধ হচ্ছেন অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সিনেমার পুরোনো ভিডিও শেয়ার করে লেখা হয়েছে বিভিন্ন ধরনের কটূকথা।
#WATCH | Rudraprayag, Uttarakhand: Bollywood actor Akshay Kumar visited Baba Kedarnath temple today and offered prayers. pic.twitter.com/0KLkYSF8Cz
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 23, 2023
অনেকে টুইটারে ওই ভিডিও শেয়ার করে অক্ষয়কে ‘সুবিধাবাদী’ বলেছেন।
একজন লিখেছেন, “এখন কেন মন্দিরে যাচ্ছেন? মন্দিরে নাকি টাকা নষ্ট করা হয়? তাহলে ওখানে এখন কেন যাচ্ছেন? “
“এবার তাহলে আগামী সিনেমা হিট,” বলে মন্তব্য করেছেন আরেকজন।
আগে এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, মন্দিরে গিয়ে টাকা ‘নষ্ট’ না করে দুঃস্থদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত।
ইদানিং সময় ভালো যাচ্ছে না অক্ষয়ের। শুরুর দিকে অক্ষয়ের টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল। আরেকবার পরপর আটটা সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। তবে প্রতিবারই ফিরে এসেছেন অক্ষয়।
এবারের তালিকায় ফ্লপ পাঁচটি হল ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘সেলফি’।
এ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেছিরেন, “আমি অভিনয়ের জন্য ভুল সিনেমা বেছে নিয়েছি। এখন দর্শক বদলেছে, তারা নতুন কিছু দেখতে চায়। তাই দর্শকের চাহিদা পূরণ করতে নিজেকে ভেঙে নতুন করে শুরু করতে হবে।”