নতুন এই সিজনটিতে থাকছে গান শেখা ও গানের অনুষ্ঠান, নাটক, কার্টুন সিরিজ, কারাতে ও রান্নাবিষয়ক অনুষ্ঠান।
Published : 26 Oct 2024, 05:30 PM
শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভির নতুন সিজন শুরু হতে যাচ্ছে; যা সাজানো হয়েছে ১৯টি অনুষ্ঠান দিয়ে।
এসব অনুষ্ঠানের মধ্যে থাকছে গান শেখা ও গানের অনুষ্ঠান, নাটক, বাংলায় ভাষান্তর করা কার্টুন সিরিজ, কারাতে ও রান্নাবিষয়ক অনুষ্ঠান।
এক বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, রোববার থেকে চ্যানেলটিতে শুরু হতে যাচ্ছে ২৯তম সিজনের নতুন সব অনুষ্ঠান।
ধারাবাহিক নাটক ‘পিকলু অ্যান্ড পাই’ দেখা যাবে রোববার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ও রাত ৮টায়। মামা-ভাগনে পিকলু আর পাইয়ের মজার সব ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকটি।
গৌতম কৈরী পরিচালিত এই নাটকে পিকলু ও পাইয়ের চরিত্রে দেখা যাবে মীর নওফেল আশরাফি জিসান ও আরিয়ান মোহাম্মাদ দিহানকে।
প্রতিদিন বেলা ১২টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’। দুষ্টু ডাইনির হাত থেকে সেন্টোপিয়াকে রক্ষা করার দুঃসাহসিক অভিযানের গল্পে নির্মিত হয়েছে এই কার্টুন সিরিজ।
প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘ট্রি ফু টম’। কল্পনা আর জাদুর গল্পের নির্মিত হয়েছে এই সিরিজের গল্প।
মেয়র হামডিংগারের দুষ্টু কৌশল থেকে শহরকে বাঁচানো এবং মজার সব অভিযান নিয়ে তৈরি হয়েছে কার্টুন ‘প প্যাট্রোল’। প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকেল ৫টায় প্রচার হবে এই কার্টুনটি।
মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। প্রচারিত হবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা ও রাত ৯টায়। এটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ১’ আসছে নতুন সিজনে। এই অনুষ্ঠানে শিশুদের উপযোগী মোট ১৩টি গান শেখানো হবে। ৩ জন সংগীতশিল্পী ৩ ধরনের গান শিশুদের শেখাবেন।
দেবলীনা সুর শেখাবেন লোক সঙ্গীত, চম্পা বণিক শেখাবেন দেশের গান এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়া গান।
গান শেখানোর পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে মজার মজার বিভিন্ন ক্রাফট তৈরির কৌশল দেখানো হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতীম হালদার এবং জামাল হোসেন আবির। ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ১’ দেখা যাবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টায় ও দুপুর দেড়টায়।
শিক্ষামূলক অনুষ্ঠান ‘দ্য ইংলিশ ক্লাব’ প্রচারিত হবে রোববার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ও রাত সাড়ে আটটায়। এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে শিশুদের একটি ক্লাবের আদলে।
যে ক্লাবে শিশুরা খেলাধুলা, ছবি আঁকা ও নাচ-গানের মাধ্যমে ইংরেজি শেখে ও চর্চা করে। শিশুদের সাথে ৩ জন আপুমনি এসব কার্যক্রমে অংশগ্রহণ করে ইংরেজি শেখান। আপুমনি ভূমিকায় অভিনয় করেছেন নাজীবা বাশার, কুহু মান্নান ও ক্যারোলিনা সাইরাস। এছাড়া এই অনুষ্ঠানে আরো অভিনয় করেছেন শাহনাজ খুশি, আরিফ হোসেন আপেলসহ কয়েকজন।
আগামী ১ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা ও রাত সাড়ে ৯টায় প্রচরিত হবে গল্প বলার অনুষ্ঠান ‘বালু ছবির গল্প’। এটি মূলত একটি গল্প বলার অনুষ্ঠান। পরিচালনা করেছেন জামাল হোসেন আবির।
সকাল ৭টা ও বেলা ১টায় দেখা যাবে জনপ্রিয় কার্টুন ‘মীনা’।
দুরন্ত টিভির রান্না, খাদ্য ও পুষ্টি বিষয়ক নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই’। নাটকটির নতুন সিজনে দেখা যাবে একটি যৌথ পরিবারের প্রতিদিনের গল্প, তাদের রান্না, দৈনন্দিন খাদ্য তালিকা, আনন্দ-উৎসব উদযাপন ও সম্পর্কের গল্প।
নাটকে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে আফ্রিদা জান্নাত, প্রফুল্ল অংশুমান, নাজাহ আলাইনা, তাকবীর চৌধুরী তাশান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে সাবেরী আলম, লারা লোটাস, আশীষ ভট্টাচার্য্যসহ অনেকে।
পরিচালনা করেছেন ফরিদা লিমা। নাটকটি প্রচার হবে ১ নভেম্বর থেকে শুক্র ও শনিবার দুপুর দেড়টা ও রাত ৯টায়।