Published : 25 Dec 2024, 10:28 AM
বাংলাদেশ, ভারত, জার্মানি ও সিঙ্গাপুর-এই চার দেশের কয়েকজন মানুষ একত্রিত হয়েছেন ‘দ্য ক্লাউডস ওয়েক নো ক্লকস’ নামের এক সিনেমায়।
যেখানে প্রধান দুই অভিনয়শিল্পীই বাংলাদেশের; তারা হলেন মোস্তফা মনওয়ার ও দীপান্বিতা মার্টিন।
সিনেমাটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা অনিকেত দত্ত।
প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে জার্মানির ক্রিস্টোফ থোকের মোগাদর ফিল্ম, সেবাস্টিয়ান পপের স্টোকস ফিল্মস এবং সিঙ্গাপুরের জেরেমি চুয়ার প্রতিষ্ঠান পোটোকল।
দীপান্বিতা এই সিনেমার সঙ্গে তার যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন গ্লিটজকে।
তিনি বলেছেন, কয়েক বছর আগে ভারতের গোয়ায় ইফি চলচ্চিত্র উৎসবে পরিচালক অনিকেতের সঙ্গে তার পরিচয় হয়েছিল।
“সেখানে অনিকেতের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। আমার অভিনয় উনার পছন্দ হয়েছিল। একদিন আমাকে এই সিনেমার গল্প হাতে দিয়ে পড়তে বলেন অনিকেত। পরে অনিকেত আমাকে বলেন যে, এই সিনেমায় আমাকে লাগবেই।“
সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে জানিয়ে অভিনেত্রী বলেছেন, তারা শুটিং শুরু করবেন আসছে বছরে।
আন্তজার্তিক প্ল্যাটফর্ম এবং আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের জন্য সিনেমাটি বানানো হবে বলেও জানিয়েছেন দীপান্বিতা।
অভিনেত্রী আরো বলেছেন, সিনেমার গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে পরিচালকের নিষেধ আছে।
অভিনেতা মোস্তফা মনওয়ার বলেন, "গল্প শুনেই সিনেমায় যুক্ত হওয়া। দুই বছর ধরেই পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। এমন একটি সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি অন্যরকম।"
এই সিনেমা নিয়ে প্রতিবেদন করেছে ভ্যারাইটি ম্যাগাজিনও।
ভ্যারাইটি লিখেছে, আট বছর বয়সী ছেলে শোয়েবকে নিয়ে হিমালয়ের পাদদেশে একটি অস্থায়ী শিবিরে বাস করে খালিদ ও শারমিন। তাদের টিকে থাকার সংগ্রামের গল্প দেখাবে 'দ্য ক্লাউডস ওক নো ক্লোকস'।
দীপান্বিতা ও মনওয়ার জুটির তৃতীয় সিনেমা এটি। এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে ‘মানুষের বাগান’ ও ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায় কাজ করেছেন