এক নোটিসে ওয়েইবো বলেছে, তাদের কমিউনিটি নীতিমালা লঙ্ঘন করার অভিযোগ আসায় অ্যাকাউন্টটি ‘ব্লক’ করা হয়েছে।
Published : 03 Nov 2023, 08:41 PM
গত সেপ্টেম্বরে প্যারিসের ক্রেজি হর্স নাইটক্লাবে ক্যাবারে নেচে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা লিসা; সেজন্য তাকে মাশুল গুণতে হল এবার।
বিবিসি জানিয়েছে, চীনের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো লিসার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।
এক নোটিসে ওয়েইবো বলেছে, তাদের কমিউনিটি নীতিমালা লঙ্ঘন করার অভিযোগ আসায় অ্যাকাউন্টটি ‘ব্লক’ করা হয়েছে।
সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন, প্যারিসের ক্রেজি হর্স নাইটক্লাবের পারফরমেন্সই লিসার জন্য এই নিষেধাজ্ঞা ডেকে এনেছে।
ক্যাবারে নাচের জন্য বিখ্যাত ওই নাইটক্লাবে মোট পাঁচবার পারফর্ম করেন লিসা। এমনিতে সেখানে নাচের সময় শিল্পীদের গায়ে পোশাক বলতে খুব একটা কিছু থাকে না। আলো ছায়ার খেলাতেই রাখঢাকের কাজটা চলে।
তবে ভক্তদের মধ্যে যারা লিসার শো দেখেছেন, তারা বলেছেন, একেবারে উদোম হননি এই ব্ল্যাকপিংক তারকা। তারপরও চীনা কর্তৃপক্ষের কাছে সেই শো অশ্লীল মনে হওয়ার কারণেই এ গায়িকা ওয়েইবোতে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বলে অনুরাগীদের ধারণা।
এ নিয়ে এক ওয়েইবো ব্যবহারকারী একজনের মন্তব্য– “অবশেষে আমাদের 'ক্লিন আপ ইন্টারনেট অপারেশন' কাজ করছে।”
অন্য একজন লিখেছেন, “অপ্রাপ্তবয়স্কদের উপর এসবের বড় প্রভাব পড়তে পারে; দেশ এটি সহ্য করবে না।”
লিসার অ্যাকাউন্ট অবরুদ্ধ করার পাশাপাশি অ্যাঞ্জেলবাবি ও ঝাং জিয়ানি নামে দুই চীনা অভিনেত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারাও সেপ্টেম্বরের শেষ দিকে লিসার প্যারিস শোতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
ব্ল্যাকপিংকের বাকি তিন তারকা জিসু, জেনি ও রোজের ওয়েইবো অ্যাকাউন্ট এখনো পর্যন্ত সচল আছে; তারা ক্রেজি হর্সের শোতে নাচেননি।
কেবল লিসাই নয়, অতীতে বিয়ন্সে এবং কাইলি মিনোগের মত তারকারাও ক্রেজি হর্সে নেচেছেন।