ওই সাইনবোর্ডটি দুর্বত্তরা ভেঙে ফেলেছে বলে জানিয়েছিলেন তার পরিবারের সদস্যরা।
Published : 07 Feb 2024, 11:50 AM
প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের বাড়ির পাশের সড়কে থাকা যে সাইনবোর্ডটি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে, সেটি পুনঃস্থাপনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের লোকজন সোমবারই ওই জায়গা পরিদর্শন করেছেন বলে তারেক মাসুদের ভাই মাসুদ বাবু জানিয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় তারেক মাসুদের বাড়ির পাশের সড়কে তার নাম সম্বলিত একটি সাইনবোর্ড রেখেছিল সরকারের সড়ক ও জনপথ বিভাগ। ওই সাইনবোর্ডটি দুর্বত্তরা ভেঙে ফেলেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার মাসুদ বাবু বলেন, “তারেক মাসুদের বাড়ির দিক নির্দেশিত সাইনবোর্ড ভাঙার খবর পেয়ে জায়গাটি পরিদর্শনে আসেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
“এছাড়া ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান ফোনে আমাকে বলেন, তিনি সাইনবোর্ডটি নিজে দাঁড়িয়ে থেকে পুনঃস্থাপন করবেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।”
কৃতজ্ঞতা প্রকাশ করে মাসুদ বাবু বলেন, “উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন স্যারসহ সাংবাদিক ও সুশীল সমাজের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা।
এ ধরনের অপ্রত্যাশিত কাজের সাথে যারা জড়িত, তারা দেশ এবং জাতির শত্রু। তাদের কাছ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক।”
তারেক মাসুদের জন্ম ভাঙ্গা নূরপুর গ্রামে। ২০১১ সালের ১৩ অগাস্ট ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন নির্মাতা তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন।
ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামালও মারা যান।
গাড়িতে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলাম আহত হলেও তারা প্রাণে বেঁচে যান।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)