কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘মিলিয়নেয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন।
Published : 22 May 2024, 01:28 PM
গ্রাহকদের কাছে পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরতে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন শুরু করেছে 'নন-স্টপ মিলিয়নেয়ার' নামের ডিজিটাল ক্যাম্পেইন। আর সেই প্রচারাভিযানের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরোর চরিত্রে হাজির হয়েছেন অভিনেতা আমিন খান।
এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, ঢাকাই সিনেমার এক সময়ের নিয়মিত অভিনেতা আমিন খান দীর্ঘদিন ধরে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার অভিনীত বিজ্ঞাপনটিতে ওয়ালটনের চলমান ‘নন-স্টপ মিলিয়নেয়ার’ কার্যক্রম তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপনের শুটিং হয়েছে ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর তীরের চর মাদ্রাজ ইউনিয়নের।
আমিন খান বলেন, "পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সবসময় আমাদের টার্গেট থাকে দেশকে তুলে ধরা। সে কাজটাই করে যাচ্ছি আমরা। বিজ্ঞাপনটি প্রকাশের পর সহকর্মী, বন্ধু ও ভক্তদের থেকে ভালো সাড়া মিলছে।”
বিজ্ঞাপনের গল্প লিখেছেন আমিন খান নিজেই। তার নির্দেশনায় নির্মাণ করেছেন শাহেদ শাহরুখ।
ওয়ালটন রেফ্রিজারটরের ফেইসবুক পেইজে প্রকাশের পর ১২ লাখের বেশি দর্শক বিজ্ঞাপনটি দেখেছেন। লাইক পড়েছে প্রায় ৩৪ হাজার এবং মন্তব্য করার পাশাপাশি শেয়ার করেছেন অনেকে।
অভিনয়ে আগের মত আর নিয়মিত হবেন না জানিয়ে আমিন খান বলেন, "দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে দারুণ সময় পার করছি। ওয়ালটনের মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা থাকবে।"
কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নেয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন।
সিজন-২০ চলার সময়ে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে লাখপতি বা মিলিয়নেয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে এ পর্যন্ত সারা দেশের মোট ৩৫ জন ক্রেতা মিলিয়নেয়ার হয়েছেন।