অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে জুটি বেঁধে অভিতাভ ১৩টি সিনেমা করেছেন’; এর মধ্যে সুপারহিট ১১টি।
Published : 14 Oct 2024, 12:03 PM
প্রচলিত ধারণা হল হিন্দি সিনেমার নায়িকা রেখা বা সহধর্মিনী জয়া বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন যেসব কাজ করেছেন, সেগুলোই এই মহাতারকার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা।
হিন্দুস্তান টাইমস বলছে অন্য কথা। ভারতের এই সংবাদমাধ্যমটির মতে অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে জুটি বেঁধে অভিতাভ ১৩টি সিনেমা করেছেন; এর মধ্যে সুপারহিট ১১টি।
রেখার বিপরীতে অমিতাভকে পাওয়া যায় ১১টি সিনেমায়। এছাড়া অমিতাভের কিছু সিনেমায় ‘ভয়েস ওভার আর্টিস্ট’ হিসেবেও রেখা কাজ করেছিলেন।
অমিতাভ অভিনেত্রী হেমা মালিনীর নায়ক হয়েছেন ১৬টি সিনেমায়।
এছাড়াও জয়া বচ্চনের সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন বিগ বি, যেগুলো দারণ নন্দিত হয়েছিল। তবে এসব নায়িকার সঙ্গে করা অমিতাভের সবকটি কাজই যে সফলতা পেয়েছে তা নয়, বেশ কিছু সিনেমা ফ্লপও হয়েছে।
অমিতাভ এবং রাখি এক সময়ে পরপর যে কাজগুলো করেছিলেন, সেগুলোর মধ্যে ‘কাভি কাভি’, ‘শক্তি’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘ত্রিশূল’, ‘বরসত কি এক রাত’, ‘এক রিস্তা: দা বন্ড অফ লাভ’সহ আরও বেশ কিছু সিনেমা আছে।
এই জুটির ১৩টি সিনেমার মধ্যে যে দুটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল সে দুটি হল ‘রেশমা অর শেরা’ এবং ‘শান’। বাকি ১১টি অসাধারণ ব্যবসা করে বক্স অফিসে।
তাই রেখা বা জয়া নয়, অমিতাভের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি হিট সিনেমা উপহার দিয়েছিলেন যিনি, তিনি হলেন রাখি গুলজার।