তিন দশক আগে ভারতের সন্ত্রাস প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় সঞ্জয়কে ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাজ্য।
Published : 08 Aug 2024, 10:07 AM
বলিউডি সিনেমা ‘সন অব সর্দার’র সিক্যুয়েলের শুটিংয়ের জন্য নায়ক নায়িকা উড়ে যাচ্ছেন স্কটল্যান্ডে। কিন্তু বাদ পড়ছেন খল নায়ক সঞ্জয় দত্ত। কারণ তিন দশক আগে ভারতের সন্ত্রাস প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় সঞ্জয়কে ভিসা দিতে রাজি হয়নি দেশটি। তাই সিনেমা থেকেই বাদ পড়ছেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা।
বলিউড লাইফ ডটকম লিখেছে ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। বক্স অফিসে সফল এই সিনেমার সিক্যুয়েলে মূল ভূমিকায় আছেন অজয় দেবগণ এবং ম্রুণাল ঠাকুর। এখন খল নায়ক সঞ্জয়ের জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রবি কিশনকে নেওয়ার কথা।
১৯৯৩ সালে এপ্রিলে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্ত্রান প্রতিরোধ ও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত, সে সময় পুলিশ তার কাছে অস্ত্র পেয়েছিল ।
এরপর বিচারকে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৩ সালের মার্চ মাসে সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর পর তিন বছর জেল খেটে সঞ্জয় মুক্তি পান ২০১৬ সালে।
তখন থেকে ফের অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। মাঝখানে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বিরতি নিয়েছিলেন। কিন্তু ক্যান্সারকে জয় করার কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত হয়েছেন সঞ্জয়।
যুক্তরাজ্যের ভিসা না পাওয়ায় সঞ্জয়ের ‘হাউসফুল ৫’ নামের আরেকটি সিনেমাও সমস্যায় পড়তে পারে। কারণ লন্ডনে ওই সিনেমারও শুটিং হওয়ার কথা রয়েছে।
ওই সিনেমার প্রযোজক সাজিদ নদিয়াওয়ালা অবশ্য ভেবেছেন ভিসার সমস্যা হলে বাকি তারকাদের শুটিং লন্ডনে হলেও সঞ্জয়কে দিয়ে তিনি শুটিং করিয়ে নেবেন মুম্বাইতেই। ফলে ‘হাউসফুল ৫’ সিনেমা নিয়ে সঞ্চয়ের ভোগান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই।