শুক্রবার থেকে পরবর্তী তিনদিন দেখা যাবে 'বোকা পরিবার' ।
Published : 09 Nov 2024, 10:29 AM
আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'বোকা পরিবার'।
গ্রামের একটি যৌথ পরিবারের মজার সব ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া নাটকটি প্রচার হবে সপ্তাহে তিনদিন; শুক্র থেকে রোববার পর্যন্ত।
ফজলুল সেলিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।
এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম,মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম,আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম সহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের একটি যৌথ পরিবারের সব সদস্যই বোকা। তাদের বোকামিতে অন্যরা কখনো মজা পায়, কখনো হয় বিরক্ত। তাদের এই বোকামির গল্প শুরু হয় বেলায়েত বাড়ীর ছোট মেয়ে আংগুরির পাত্রী দেখা থেকে।
নাটক নিয়ে সৈয়দ শাকিল বলেন, "একটি পরিবারের বোকামির বিষয়টিই সচেতনতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
অভিনয় শিল্পীদের কাজের প্রশংসাও করেছেন পরিচালক শাকিল।
তিনি বলেন, “আশা করছি হাসি আনন্দে ভরা কাহিনী নিয়ে নির্মিত এই ধারাবাহিক নাটকটি সবাই পছন্দ করবেন।"