‘আরো একটা লেয়ার’ নাটকের পোস্টার অঞ্জন শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
Published : 27 Sep 2024, 10:10 AM
যে থিয়েটারের মঞ্চ থেকে অভিনেতা, গায়ক অঞ্জন দত্ত এসেছিলেন সিনেমার পর্দায়, চার দশক পর সেই নাটকের মঞ্চেই ফিরছেন তিনি। তবে এই ফেরা ‘শেষবারের মতো’ বলে জানিয়েছেন অঞ্জন।
সোশাল মিডিয়ায় অঞ্জন দত্ত লিখেছেন ‘আমার শেষ নাটক।’ সঙ্গে শেয়ার করেছেন ‘আরো একটা লেয়ার’ নাটকের পোস্টার।
এর আগে জুন মাসে অঞ্জন জানিয়েছিলেন, উইলিয়াম শেক্সপিয়ারের 'কিং লিয়ার' নাটকটি নিয়ে মঞ্চে প্রত্যাবর্তন অধ্যায় শুরু করতে চান তিনি।
এখন মঞ্চে নিজের নতুন কাজকে শেষ নাটক হিসেবে বার্তা দিলেন পরিচালক।
প্রথম জীবনে অঞ্জন ছিলেন সাংবাদিক। একই সঙ্গে নাটক করতেন। 'চালচিত্র' সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়ে ১৯৮১ সালে অঞ্জনকে প্রথম বড় পর্দায় নিয়ে আসেন মৃণাল সেন। এরপরে বেশ কয়েকটি সিনেমা করেন অঞ্জন।
নব্বইয়ের শুরু থেকে টানা কয়েক দশক গানে ডুবে আছেন অঞ্জন। কেবল অ্যালবাম নয়, ঢাকা-কলকাতাসহ বিভিন্ন শহরে কনসার্ট করে বেরিয়েছেন।
গানের সঙ্গে ১৯৯৮ সাল থেকে সিনেমাও বানিয়ে চলেছেন তিনি। হালের ওটিটিতেও তার পদার্পণ হয়েছে। পাশাপাশি চলেছে অভিনয়।
কিছুদিন আগে ওটিটি এবং প্রেক্ষাগৃহ দুই জায়গায় মৃণাল সেনকে নিয়ে অঞ্জনের পরিচালনায় মুক্তি পেয়েছে 'চালচিত্র এখন'। সেখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আর অঞ্জনের ভূমিকায় দেখা গেছে তরুণ অভিনেতা শাওন চট্টোপাধ্যায়কে।