নিজেকে আলিয়ার একজন ‘ভক্ত’ জানিয়ে গ্যাদত বলেন, “আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি”
Published : 19 Jun 2023, 02:40 PM
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের হলিউড যাত্রা হয়েছে ‘হার্ট অব স্টোন’ সিনেমা দিয়ে। তবে সিনেমায় আলিয়ার উপস্থিতিতে মন ভরেনি তার ভক্তদের।
অন্যদিকে ভারতীয় এই অভিনেত্রীর পক্ষেই ব্যাট চালিয়েছেন সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা গল গ্যাদত।
মুক্তির তারিখ এবং ট্রেইলার প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীর মনোযোগ কেড়েছে ‘হার্ট অব স্টোন’।
হিন্দুস্তান টাইমস বলছে, ব্রাজিলে টুডুম ফেস্টিভ্যালে সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে ‘হার্ট অব স্টোন’র মুখ্য চরিত্র গ্যাদত আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।
নিজেকে আলিয়ার একজন ‘ভক্ত’ জানিয়ে গ্যাদত বলেন, “অনেক আগে থেকেই আলিয়ার অভিনয় আমার ভালো লাগে। ‘আরআরআর’ সিনেমা দেখে মনে হয়েছিল, আমরা এমনই একজনকে খুঁজছি যনি দেখতে সতেজ সৌন্দর্যের এবং বিভিন্ন ধরনের চরিত্র করার সক্ষমতা রাখেন। এই সিনেমার জন্য আলিয়াকে একদম নিখুঁত বলবো আমি।“
‘হার্ট অব স্টোন’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে আলিয়া বলেন “এই কাজটি দিয়ে হলিউডে ঢুকেছি, তাই এই সিনেমাটি আমার জন্য বিশেষ। অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি। শুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় টিমের সহযোগিতা আমার মনে থাকবে।“
পরিচালক টম হর্পারকে ধন্যবাদ জানিয়ে আলিয়া বলেছেন, তার ধারণার চেয়েও সিনেমাটি ভালো হয়েছে।
তবে সিনেমার ট্রেইলারে খলনায়িকা আলিয়ার উপস্থিতি আরও একটু আশা করছিলেন এই নায়িকার ভক্তরা। তাতে ‘কমতি’ পড়ায় সেশ্যাল মিডিয়ায় হাতাশার কথা জানিয়েছেন অনেকে।
সেই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে আলিয়া বলেন, “ ভক্তরা হয়তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। তবে আমি খুব একটা চিন্তিত নই। দিনের শেষে গল্পটাই যে প্রধান। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং চরিত্রটা কী ভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।“
আগামী ১১ অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’।
সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।
আরও পড়ুন
এবার অ্যাকশন দেখালো ‘হার্ট স্টোন’র ট্রেইলার