টম হার্পার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ ‘মিশন ইম্পোসিবল’ ধাঁচের সিনেমার প্রথম পর্ব হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Published : 17 Jun 2023, 02:09 PM
আগামী দুই মাসের মাথায় মুক্তি পাচ্ছে বলিউড নায়িকা আলিয়া ভাট এবং ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউডের গল গ্যাদত অভিনীত সিনেমা ‘হার্ট অব স্টোন’।
পিংকভিলা জানিয়ে, আগামী ১১ অগাস্ট নেটফ্লিক্সের পর্দায় আসছে প্রতিক্ষীত অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটি।
টম হার্পার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ ‘মিশন ইম্পোসিবল’ ধাঁচের সিনেমার প্রথম পর্ব হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গল গ্যাদত, আলিয়া, হার্পারসহ সিনেমার অন্যান্য অভিনেতারা এখন আছেন ব্রাজিলের সাও পাওলোতে নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে। ওই ইভেন্টের একটি জমকালো শো থেকে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়।
এছাড়া ইনস্টাগ্রামেও সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছে নেটফ্লিক্স।
এছাড়া ‘টুডুম’ ফেস্টিভ্যালের ভিডিও পোস্ট করে সিনেমা আসার ঘোষণা দিয়েছেন গ্যাদতও। যে ভিডিওতে আলিয়াও আছেন।
সিনেমটি এগিয়েছে গ্যাদতের চরিত্র ঘিরে। যিনি ‘দ্য হার্ট’ নামের রহস্যময় এবং বিপজ্জনক এক মিশনে আছেন। সিনেমায় তাকে র্যাচেল স্টোন চরিত্রে একজন সিআইএ এজেন্ট হিসেবে দেখানো হয়েছে।
‘হার্ট অব স্টোন’ দিয়ে আলিয়া ভাট হলিউডে পা রাখছেন। এই সিনেমার কাজটি তার জন্য বিশেষ ছিল, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং শুরু করেছিলেন কাপুর পরিবারের পুত্রবধূ।
এর আগে আলিয়া একটি সাক্ষাৎকারে হলিউডে তার প্রথম কাজ নিয়ে বলেছিলেন, “প্রথমত একদমই নতুন অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল।”
'হার্ট অব স্টোন' যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আর গ্যাদত ও আলিয়া ছাড়া সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি অভিনয় করেছেন এই সিনেমায়।
এই সিনেমার ট্রেইলার ইউটিউবে এসেছে চলতি বছরের শুরুর দিকে।
আরও পড়ুন