মুক্তির তারিখ ঘোষণার পর স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’ এর ট্রেইলার প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে যাওয়া নেটফ্লিক্সের এই সিনেমা দিয়ে হলিউডে পা রাখছেন বলিউডি নায়িকা আলিয়া ভাট। প্রায় তিন মিনিটের ট্রেইলার শুরুর কিছুক্ষণ পর থেকে পাওয়া যায় আলিয়াকে। এই সিনেমার কাজটি তার জন্য বিশেষ ছিল, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং শুরু করেছিলেন কাপুর পরিবারের পুত্রবধূ। টম হার্পার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ এর গল্প এগিয়েছে আভিনেত্রী গল গ্যাদতের চরিত্র ঘিরে। গ্যাদত সিনেমায় একজন সিআইএ এজেন্ট হয়ে ‘দ্য হার্ট’ নামের রহস্যময় এবং বিপজ্জনক একটি মিশনে আছেন। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার। আরও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগহফার, জিং লুসি ও পল রেডি।
Published : 18 Jun 2023, 03:17 PM