জয় বাংলা কনসার্ট এবার ৮ মার্চ

অনলাইনে নিবন্ধন সারলেই মিলবে এ আয়োজনের টিকেট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 03:58 PM
Updated : 2 March 2023, 03:58 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে স্মরণ করে সপ্তমবারের মতো ‘জয়া বাংলা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে ‘ইয়াং বাংলা’।

ঢাকার আর্মি স্টেডিয়াম মঞ্চে এবারের কনসার্টটি ৭ মার্চের বদলে ৮ মার্চ বেলা ৩টায় আয়োজন করা হয়েছে।

২০১৫ সাল থেকে প্রতি বছরই রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। তবে কোভিড মহামারীর কারণে গেল দুই বছর তাতে ছেদ ঘটে। এবার ৭ মার্চ পবিত্র শবে বরাত পড়ায় আয়োজনটি একদিন পেছানো হয়েছে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের হেড অব অপারেশন শের ই আজাদ শামস জানান, কয়েকদিন আগেই ফেইসবুক পেজ থেকে কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর এক এক করে ব্যান্ডগুলোর নাম প্রকাশ করা হচ্ছে। এবার মোট ৯টি ব্যান্ড পারফর্ম করবে।

তরুণদের নিয়ে সিআরআইয়ের প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’র ফেইসবুক পেইজে জানানো হয়েছে, এবারের কনসার্টে সংগীত পরিবেশন করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

আয়োজকরা জানান, কনসার্টটি দেখতে বরাবরের মতই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে নিবন্ধন করতে হবে, সেখানেই মিলবে টিকেট। অনলাইনে (http://www.ticket.youngbangla.org) জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দিয়ে নিবন্ধন সেরে ফেলা যাবে।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও অন্যবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ ছাড়াও প্রতিবারের মতই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।