অসীম দাশের নির্দেশনায় শুক্রবার এ নাটকের দুটি মঞ্চায়ন হবে।
Published : 31 Aug 2023, 06:38 PM
ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে মনোজ মিত্রের লেখা নাটক 'কিনু কাহারের থেটার' মঞ্চস্থ করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগ।
অসীম দাশের নির্দেশনায় শুক্রবার এ নাটকের দুটি মঞ্চায়ন হবে।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন গ্লিটজকে বলেন, "২০২২ সালের ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে নাটকটি প্রথম মঞ্চে আসে। এ পর্যন্ত আটটি প্রদর্শনী হয়েছে।"
ঢাকায় শুক্রবার নবম ও দশম প্রদর্শনী হবে। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সোয়া ৭টায় দুইবার প্রদর্শিত হবে নাটকটি।
নাটকের মঞ্চ, আলো ও সংগীত পরিচালনা করেছেন অসীম দাশ, প্রযোজনা সহযোগী সুবীর মহাজন, মামুনুল হক।
মঞ্চ ব্যবস্থাপনা ও মহড়া সমন্বয়কারী সঞ্জিতকুমার দে, শামীম হোসেন (নিশীথ)। অঙ্গরচনা ও পোশাক পরিকল্পনায় ফাহমিদা সুলতানা তানজী। সেট ও প্রপস অরূপ বড়ুয়া। আলোক প্রক্ষেপণে আছেন ফাইয়ায রাকিন নূর, আদনান সামী।
নাটকটিতে অভিনয় করছেন মো. আল মামুন, সানজিদা আমিন, অর্পিতা ভট্টাচার্য্য, মহাশ্বেতা দাশগুপ্তা, ইউনুস রানা সোহেল, আহাদ নূর, মো. আছাদ বিন রহমান, শামীম হোসেন (নিশীথ), সাথী চক্রবর্ত্তী, ইউনুস রানা সোহেল, শেখ সাইফ আহমেদ আফ্রিদি, হিমাদ্রি শেখর রায়, রাশেদুল ইসলাম, নওয়াজেশ আশ্রাফ, মামুন খান, মায়েচিং মারমা, ইয়াকিন হায়দার, শরিফুল ইসলাম, শামীম হক, অরুন্ধতি চন্দ, শাহ মো. মাহফুজার রহমান, শরিফুল ইসলাম তুষার, মোঃ মাসুম আলী, রাশেদুল ইসলাম, মো. শাহরিয়ার শাকিল, রাশেদুল ইসলাম, মো. মাসুম আলী, মো. শাহরিয়া শাকিল, তাসনিয়া অহনা, নওয়াজেশ আশ্রাফ ঈশাদ, রাশেদুল ইসলাম শরিফুল ইসলাম তুষার, মো. মাসুম আলী, অরুন্ধতি চন্দ, মো. শাহরিয়া শাকিল, সাদিয়া শাহনেওয়াজ, প্রিয়া দেব ও রিফাহ তাসনিয়া অহনা।
নাটকের দোহারে রয়েছেন- অনাবিল ইহসান, ফেরদৌস হাসান, দুর্জয় দাশ, উৎসব পোদ্দার, প্রিয়া দেব।
কোরাসে আছেন- শেখ শরিফুন্নাহার পূণ্য, অরুন্ধতি চন্দ, প্রিয়া দেব, অহনা, নির্জনা, সাইফ আহমেদ আফ্রিদি, সাদিয়া শাহনেওয়াজ সায়হাম মাহমুদ।