রোজার ঈদে মুক্তি পাওয়া ‘কিসি কা জান কিসি কা ভাই’ বক্স অফিসকে সন্তুষ্ট না করলেও ওটিটিতে সিনেমাটি বিক্রি করে মোটা অংকের অর্থ কামিয়েছেন এর নায়ক ও প্রযোজক সালমান খান।
ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’র সঙ্গে ‘বলিউড ভাইজান’ পাঁচ বছরের চুক্তি করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। তবে কত টাকায় চুক্তি করেছেন, তা গোপন আছে।
চুক্তির ফলে আগামী ৫ বছর ‘টাইগার থ্রি’ ছাড়া সালমান খানের যত সিনেমা মুক্তি পাবে, সব হলে দেখানোর পর মুক্তি পাবে ‘জি ফাইভে’।
‘টাইগার থ্রি’ কেন নয়? কারণ এই সিনেমাটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশরাজ ফিল্মস’। তারা ইতোমধ্যেই ‘টাইগার থ্রি’ নিয়ে আনেকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে।
‘জি ফাইভ’র সঙ্গে সালমানের সম্পর্ক পুরনো। এর আগে কোভিড মহামারীর সময় ২০২১ সালে যখন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল, তখন সালমানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ওটিটির এই প্ল্যাটফর্মে মুক্তি পায়।
মুক্তি পাওয়ার পর ঝড় তুলে দিয়েছিল মারপিট ও নাচে ভরপুর সিনেমাটি। সে সময় ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির ঘণ্টাখানেক পর থেকে লক্ষাধিক দর্শক একসঙ্গে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাতে স্ট্রিমিং প্ল্যাটফর্মের সার্ভার ক্র্যাশ করেছিল। পরে দ্রুত সেটি সমাধানের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
আগামীতে নির্মাতা প্রযোজক করণ জোহরের আরেকটি সিনেমায় দেখা যাবে সালমানকে, যার নাম এখনও ঠিক হয়নি। আমির খানও স্প্যানিশ ড্রামা ‘চ্যাম্পিয়নস’র গল্প অবলম্বনে যে সিনেমায় হাত দিয়েছেন, তাতে মূল ভূমিকায় আসছেন সালমান। এছাড়া নির্মাতা সুরাজ বরজাতিয়ার নতুন সিনেমায়ও সালমানকে দেখা যাবে।
এসব ছাড়াও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় সালমান খান ও শাহরুখ খানকে মুখোমুখি আনার পরিকল্পনা নিয়েছে যশরাজ ফিল্মস।