‘ফেউ’ সিরিজে গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান এবং মোস্তাফিজুর নূর ইমরান।
Published : 18 Aug 2024, 12:18 PM
দক্ষিণাঞ্চলের মানুষের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ফেউ’ আসছে আগামীতে।
সিরিজটি দুই সিজনে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সুকর্ণ শাহেদ ধীমান।
কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে জানিয়ে ধীমান বলেছেন, সিরিজের প্রথম সিজনে থাকছে সাতটি পর্ব; আর দ্বিতীয়টিতে পাঁচটি পর্ব রাখার পরিকল্পনা করা হয়েছে। দুই সিজন প্রচারের মধ্যে ব্যবধান থাকবে কয়েক মাস।
“কাজ প্রায় শেষ। শুটিং, মিউজিক শেষ হয়েছে। সাউন্ড আর ডাবিংয়ের কিছু কাজ বাকি, তবে শিগগিরই তা শেষ হবে। কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা এখনই বলা যাচ্ছে না।"
‘ফেউ’র শুটিং হয়েছে খুলনার প্রত্যন্ত অঞ্চলে। পরিচালক বলেন, শুটিং হয়েছে কয়েক ধাপে।
“গত বছরের নভেম্বরে শুটিং শুরু হয়ে শেষ হয়েছে গত ৩০ জুলাই। খুলনা, সাতক্ষীরা থেকে ধরে উপকূলবর্তী যত অঞ্চল আছে সেখানে শুটিং করে এসেছি আমরা।"
নাম 'ফেউ' কেন এমন প্রশ্নে ধীমান বলেন, “'ফেউ' শব্দটা খুলনা অঞ্চলের একদমই স্থানীয় প্রচলিত শব্দ। সাধারণত বোঝায় কোনো কিছুকে তাড়া করা। মানে আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। ভয় থেকে ফেউ।"
সিরিজটির গল্প নিয়ে ধীমান বলেন," এটি মিশ্র ঘরানার গল্প, এতে মিস্ট্রি আছে, ড্রামা আছে, থ্রিলার আছে। এটি মূলত দক্ষিণাঞ্চলের মানুষের গল্প বলবে। তাদের ইতিহাস, নিজেদের গল্প, খুলনার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জঙ্গলের সাথে তাদের যে জীবন যাপন সেটাও দেখানো হবে এই সিরিজে।"
‘ফেউ’ সিরিজে গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান এবং মোস্তাফিজুর নূর ইমরান। আরও অভিনয় করেছেন তানভির আপূর্ব, হোসেইন জীবন, তাহামিনা অথৈ। তাছাড়া খুলনার অনেক স্থানীয় শিল্পীও কাজ করেছেন।
খুলনার প্রত্যন্ত অঞ্চলে শুটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে পরিচালক বলেন, "গভীর জঙ্গলের জংলা জায়গায় সেট তৈরি করে শুটিং হয়েছে। স্থানীয় মানুষের এত সহযোগিতা পেয়েছি যে সেই চ্যালেঞ্জটা আমাদের অভিজ্ঞতায় পরিণত হয়েছে। শীতের সময়ে ৬-৭ ডিগ্রি তাপমাত্রায় পানিতে শুটিং করেছি জঙ্গলের ভিতরে। সব কিছু মিলিয়েই সিরিজটি মুক্তির মধ্য দিয়ে চ্যালেঞ্জগুলোকে অভিজ্ঞতা হিসেবেই দেখাতে চাই।"
'ফেউ' প্রযোজনা করেছে ফেইসকার্ড। সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।